app cab service

খাবার, জল, ওষুধ, ছাতা, প্রসাধনীতে ঠাসা অ্যাপ ক্যাব! বিমানের মতো বিলাসিতা বিনামূল্যে

এই অদ্ভুত ক্যাব পরিষেবার সংবাদটি রেডিট নামের সমাজমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই তা বহু নেটাগরিকের নজর কেড়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৩
An app cab driver converting his vehicle into a mobile convenience store

ছবি: সংগৃহীত।

গাড়ির মধ্যেই সাজানো হরেক রকমের জিনিসপত্র। অ্যাপ ক্যাবকে চলন্ত দোকানে পরিণত করেছেন দিল্লির এক চালক। গাড়িতে রয়েছে ওয়াই-ফাই। এ ছাড়াও মুখোরোচক ভাজাভুজি, ক্যান্ডি, বোতলজাত জল, ছাতা, স্যানিটাইজ়ার এবং টিস্যুর ব্যবস্থা রয়েছে গাড়ির সিটের সামনে। গাড়িতে উঠে শরীর খারাপ হলে তার জন্য রয়েছে ওষুধও। হজমের ওষুধ, ব্যথা উপশমের দাওয়াই -সহ একগুচ্ছ ওষুধের ব্যবস্থা রয়েছে সেখানে। ব্যক্তিগত প্রসাধনীর মধ্যে রয়েছে তেল, মাজন, পাউডার, সুগন্ধি এবং জুতো পালিশ। সবচেয়ে মজার বিষয়, গাড়িতে থাকা প্রতিটি জিনিস যাত্রীদের জন্য বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করেছেন গাড়ির চালক।

Advertisement

এই অদ্ভুত ক্যাব পরিষেবার সংবাদটি রেডিট নামের সমাজমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই তা বহু নেটাগরিকের নজর কেড়েছে। নানা প্রকারের জিনিসপত্র ও ব্যতিক্রমী পরিষেবা দেওয়ার জন্য ক্যাবচালকের প্রশংসা করেছেন অনেকেই। অ্যাপ ক্যাবে বিমানের বিলাসবহুল লাউঞ্জের মতো পরিষেবা পাওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকেই। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী চালক সম্পর্কে লিখেছেন, তাঁর নাম আব্দুল কাদির। তিনি এমনই একজন চালক, যিনি কখনই গ্রাহক পরিষেবা বাতিল করেননি। অনেকেই তাঁর গাড়িতে চড়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। এমনকি বেশি ভাড়া দিয়ে একচেটিয়া ভাবে তাঁর গাড়িটি বুক করার প্রস্তাব দিয়েছেন অনেকেই।

Advertisement
আরও পড়ুন