Viral Video

ক্যামেরা দেখলেই মুখে হাসি, ফোন সরালেই গোসামুখ! খুদের কাণ্ড দেখে হাসির রোল

তরুণ যখনই ফোনের ক্যামেরা অন করে খুদের মুখের সামনে ধরছেন, তখনই আনন্দে আত্মহারা হয়ে হেসে ফেলছে সে। কিন্তু ফোন সরিয়ে ফেললেই মুখ ভার হয়ে যাচ্ছে তার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৯

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিছানার উপর বসে রয়েছে এক খুদে। কিন্তু ক্ষণে ক্ষণেই তার মেজাজ বদলে যাচ্ছে। কখনও সে যাচ্ছে রেগে। আবার কখনও গালভরা হাসি। সব কিছুই নির্ভর করছে ক্যামেরার উপর। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘দিলশোদবেক_০০০৭_’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণের সঙ্গে বিছানায় বসে রয়েছে এক শিশু। তরুণ যখনই ফোনের ক্যামেরা অন করে খুদের মুখের সামনে ধরছেন, তখনই আনন্দে আত্মহারা হয়ে হেসে ফেলছে সে। কিন্তু ফোন সরিয়ে ফেললেই মুখ ভার হয়ে যাচ্ছে তার। আবার ক্যামেরা সামনে ধরলে সেই চেনা হাসি।

ছবি তোলার সময় মন খুশি হয়ে যাচ্ছে তার। ছবি তোলা না হলেই মুখ গোমড়া করে বসে থাকছে সে। ঘটনাটি কোথাকার সে বিষয়ে জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে সমাজমাধ্যমে হাসির রোল উঠেছে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বাচ্চাটি এত মিষ্টি যে কী বলব! ওর মুখ দেখে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেল।’’ আবার এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘ভিডিয়োটি দেখে খুব মজা পেয়েছি। সারা দিনের ক্লান্তি দূর হয়ে গেল যেন।’’

Advertisement
আরও পড়ুন