bizarre

প্রয়োজন নেই ডিগ্রির, বেতন বছরে ৪০ লাখ! ‘পাগল’ ইঞ্জিনিয়ারের সন্ধানে বেঙ্গালুরুর সংস্থা

বেঙ্গালুরুর এক সংস্থার কর্মখালির বিজ্ঞাপন দেখে চমকে উঠছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। জনপ্রতি তৈরি করতে হবে ‘রিয়্যাল টাইম এআই’।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৫ ১২:২৭
Bengaluru AI startup offers Rs 40 LPA

—প্রতীকী ছবি।

স্বপ্নের চাকরি! প্রয়োজন নেই কোনও আইআইটি বা এনআইটি ডিগ্রির। দরকার হবে না লম্বা বায়োডাটার তালিকাও। সপ্তাহে কেবলমাত্র পাঁচ দিন অফিস করলেই হবে। আর বেতন শুনলে চোখ কপালে উঠত বাধ্য। বছরে ৪০ লক্ষ টাকা। মাসে ৩ লক্ষ ৩৩ হাজার টাকা। বেঙ্গালুরুর এক সংস্থার কর্মখালির বিজ্ঞাপন দেখে চমকে উঠছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। জনপ্রতি তৈরি করতে হবে ‘রিয়্যাল টাইম এআই’। এই কাজের জন্য চাই ‘পাগল’ ইঞ্জিনিয়ার। যোগ্য প্রার্থীকে নিয়োগ করতে সমাজমাধ্যমে দেওয়া হয়েছে বিজ্ঞাপন। সেখানে লেখা পদের নামটি বেশ সরেস, ‘ক্র্যাকড ফুল-স্ট্যাক ইঞ্জিনিয়ার’! ফলে ওই পোস্ট ঘিরে শুরু হয়েছে হইচই।

Advertisement

প্রতিষ্ঠাতা সুদর্শন কামাথ এক্স হ্যান্ডলে ফিরিস্তি দিয়েছেন, কী কী সুবিধা পাবেন যোগ্য প্রার্থীরা। মূল বেতন ৪০ লক্ষ। অফিস থেকেই কাজ করতে হবে। যাঁদের কোনও অভিজ্ঞতা নেই তাঁরাও আবেদন করতে পারেন এই বিশেষ পদটির জন্য। কোন কলেজ থেকে পড়াশোনা শেষ করেছেন প্রার্থী তা বলার দরকার নেই, নেই বায়োডাটার কোনও প্রয়োজন । শুধু লাগবে একশো শব্দের পরিচয়পঞ্জি ।

কেউ কেউ চাকরিটিকে চিত্তাকর্ষক বলে মনে করলেও, অনেকেই নিরুৎসাহ ছিলেন। এক জন সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “এটি মোটেও ভাল প্রস্তাব নয়, প্যাকেজ তুলনামূলক কম আকর্ষণীয়। অফিসে ৫ দিন যেতে হবে।’’ অন্য এক জন ব্যবহারকারীর মন্তব্য ‘‘এআই যে কাজ কয়েক ঘণ্টার মধ্যেই করতে পারে তার জন্য নিয়োগের কেন প্রয়োজন?’’

Advertisement
আরও পড়ুন