Viral Video

নাচতে নাচতে নর্তকীর সিঁথিতে সিঁদুর পরালেন তরুণ! তার পর... ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মঞ্চের উপর ভোজপুরি গানে নাচছেন এক তরুণী। তাঁর পরনে কালো রঙের পোশাক। কয়েক জন তরুণও ছড়িয়েছিটিয়ে ওই মঞ্চে নেচে চলেছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৫
Bihar Youth put vermilion on forehead of dancer, video goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

গ্রামের অনুষ্ঠানে মঞ্চে নাচ করছিলেন নর্তকী। তাঁকে ঘিরে নাচছিলেন জনা কয়েক তরুণ। কিন্তু তাঁদের মধ্যেই এক জন ঘটিয়ে ফেললেন এক আশ্চর্য ঘটনা। নাচতে নাচতেই সিঁদুর নিয়ে তরুণী নর্তকীর সিঁথিতে দিয়ে দিলেন তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অদ্ভুত ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মঞ্চের উপর ভোজপুরি গানে নাচছেন এক তরুণী। তাঁর পরনে কালো রঙের পোশাক। কয়েক জন তরুণও ছড়িয়েছিটিয়ে ওই মঞ্চে নেচে চলেছেন। নাচতে নাচতে এক তরুণ হঠাৎই তরুণী নর্তকীর সামনে হাঁটু মুড়ে বসেন। এর পর উঠে দাঁড়িয়ে সিঁদুর পরিয়ে দেন তরুণীর সিঁথিতে। তরুণী প্রাথমিক ভাবে বাধা দেওয়ার চেষ্টা করলেও সফল হননি। তবে সিঁদুর পরানোর পর রেগেও যাননি। লজ্জা পেয়ে যান তিনি। এর পর তরুণের সঙ্গে ছবিও তোলান। তরুণ একটি সাদা তোয়ালে তরুণীর গায়ে জড়িয়ে দেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি একাধিক এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক-কমেন্টের ঝড় উঠেছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও অনেকে উদ্বেগও প্রকাশ করেছেন যুবকের কাণ্ডে। অনেকে আবার নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।

Advertisement
আরও পড়ুন