viral video

সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা, বিএসএফের গুলিতে ঝাঁঝরা সাত অনুপ্রবেশকারী! উড়ল পাক সীমাছাউনি, ভিডিয়ো প্রকাশ্যে

জম্মু সীমান্তে নজরদারি চালানোর সময় বিএসএফের নজরে আসে জঙ্গিদের বড় একটি দল সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছে। জঙ্গিদের শনাক্ত করার পরই প্রবল গুলির লড়াই চলে। কমপক্ষে সাত জন অনুপ্রবেশকারীকে ধরাশায়ী করেছেন জওয়ানেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ১২:৫৯

—প্রতীকী ছবি।

জম্মুতে পাকিস্তানি জঙ্গিদের অনুপ্রবেশের পরিকল্পনা ব্যর্থ করল বর্ডার সিকিউরিটি ফোর্স। বিএসএফ জানিয়েছে, তারা জম্মুর সাম্বা সেক্টরে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে একটি বড় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে। সাত জন জঙ্গি এই লড়াইয়ে মারা গিয়েছে বলে বিএসএফ সূত্রে খবর। বিএসএফের জওয়ানেরা একটি পাকিস্তান রেঞ্জার্স পোস্ট ধ্বংস করেছে বলে জানা গিয়েছে। সেই হামলার একটি ভিডিয়ো বিএসএফের তরফে প্রকাশ্যে আনা হয়েছে। সংবাদ সংস্থা এএনআইয়ের এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে সেই ভিডিয়ো।

Advertisement

বিএসএফের এক জন মুখপাত্র জানিয়েছেন ৯ মে মধ্যরাতে এই ঘটনাটি ঘটে। জম্মুর সাম্বায় নজরদারি চালানোর সময় বিএসএফের নজরে আসে জঙ্গিদের বড় একটি দল সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছে। জঙ্গিদের শনাক্ত করার পরই প্রবল গুলির লড়াই চলে। কমপক্ষে সাত জন অনুপ্রবেশকারীকে ধরাশায়ী করেছেন জওয়ানেরা। পাকিস্তানের ধান্ধার পোস্টটি উড়িয়ে দেওয়া হয়। পোস্ট ধ্বংসের সেই থার্মাল ইমেজিং ফুটেজটি প্রকাশ করা হয়েছে।

অনুপ্রবেশে যাতে কোনও বাধা না আসে তার জন্য পাকিস্তানি রেঞ্জার্স ঘাঁটি থেকে পর পর গুলি চলছিল। ভিডিয়োয় দেখা গিয়েছে রাতের অন্ধকারে ঘন জঙ্গলে মুহুর্মুহু গুলি চলেছে। এক পর্যায়ে দেখা গিয়েছে হামলার জবাব দিতে বিএসএফ পাক সীমান্ত ছাউনিটিকে উড়িয়ে দিয়েছে।

Advertisement
আরও পড়ুন