—প্রতীকী ছবি।
ডেটিং অ্যাপ খোলার পর প্রথম ‘ম্যাচ’ হয়েছিল তরুণের। কথাবার্তা কিছু দূর এগোতেই তরুণীর সঙ্গে বাইরে দেখা করার প্রস্তাব দেন তিনি। ডেটে যাওয়ার প্রস্তাব শুনে রাজি হয়ে যান তরুণী। মেট্রো স্টেশনের কাছাকাছি এক রেস্তরাঁয় দেখা করবেন বলে ঠিক করেন দু’জনে। কিন্তু খাওয়াদাওয়া শেষ হওয়ার পর যখন রেস্তরাঁর কর্মী বিল নিয়ে এলেন, তা দেখে মাথায় আকাশ ভেঙে পড়ল তরুণের।
৫০ হাজার ৪১৮ টাকার বিল তরুণের হাতে ধরিয়ে দিয়ে চলে গেলেন রেস্তরাঁর কর্মী। সেই বিলের ছবি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) নিজের অভিজ্ঞতার কথা জানান তরুণ। রেস্তরাঁ কর্তৃপক্ষের উপর ক্ষোভও উগরে দিলেন তিনি।
‘ড্যাডিবায়ু’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় একটি রেস্তরাঁর বিলের ছবি পোস্ট করা হয়েছে। দিল্লির এক রেস্তরাঁ থেকে খাবারের পাশাপাশি একাধিক বার পানীয় অর্ডার করা হয়েছে। সব মিলিয়ে বিল এসেছে ৫০ হাজার ৪১৮ টাকা। দিল্লির এক তরুণ বিলটি পোস্ট করে জানান যে, ডেটিং অ্যাপে এক তরুণীর সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। সেই তরুণীকে ডেটে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে মেট্রো স্টেশনের কাছাকাছি এক রেস্তরাঁয় দেখা করতে যান তাঁরা।
TINDER SCAM, [PSA] Got scammed on a Tinder date – beware of cafes running scams in Karkardooma (Delhi)
byu/DaddyVayu indelhi
খাবারের পাশাপাশি সেখান থেকে একাধিক বার পানীয়ও অর্ডার করেন তাঁরা। খাওয়াদাওয়া শেষ হলে তরুণের হাতে বিল ধরিয়ে যান রেস্তরাঁর এক কর্মী। বিল দেখে চমকে যান তরুণ। ৫০ হাজার ৪১৮ টাকা বিল হয়েছে রেস্তরাঁয়। তার মধ্যে জিএসটি এবং সার্ভিস চার্জ বাবদ ৪ হাজার ৮৬৮ টাকা খরচ হয়েছে তরুণের। প্রথম ডেটে গিয়ে এত খরচ হয়েছে দেখে রেস্তরাঁর প্রতি ক্ষোভ প্রকাশ করলেন তরুণ।
তাঁর দাবি, মেট্রো স্টেশনের ধারে এমন কয়েকটি রেস্তরাঁ রয়েছে, যেখানে খাবারের দাম বেশি রাখা হয় এবং কোনও যুগল ডেটে গেলে তাঁদের বেশি বেশি দামের খাবার অর্ডার করার প্রস্তাব দিতে থাকেন রেস্তরাঁর কর্মীরা। ডেটে গেলে সহজে এমন পরিস্থিতিতে নিষেধ করা যায় না বলে বেশি দামের খাবারই অর্ডার করতে বাধ্য হন যুগলেরা। এমন পরিস্থিতির সুযোগ নেওয়া যে কতখানি অনুচিত তা জানান সেই তরুণ। ডেটে গিয়ে এত খরচ হওয়ায় পকেটেও টান পড়েছে তাঁর। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি।