Viral Video

আনা হয়েছিল বাঘ খুঁজতে, পোকার কামড়ে দিশেহারা হয়ে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকল হাতি! ভিডিয়ো ভাইরাল

জঙ্গলে বাঘ ‘ট্র্যাকিং’ করার জন্‌য একটি হাতিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। কিন্তু জঙ্গলে পোকাদের কামড়ে অতিষ্ঠ হয়ে এক জায়গায় স্থির হয়ে থাকতে পারেনি হাতিটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ ১৯:১০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

গভীর জঙ্গলে বাঘের গতিবিধি অনুসরণ করার জন্য একটি দাঁতালকে প্রশিক্ষণ দিয়েছিল বন দফতর। জঙ্গলে পোকার জ্বালায় অতিষ্ঠ হয়ে দৌড় দেয় সেই হাতি। তার পর পথ হারিয়ে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে সে। হাতিটিকে মাঝরাস্তায় দেখে পথচারীরা পালিয়ে যেতে শুরু করেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ,সম্প্রতি এই ঘটনাটি কর্নাটকের গুংদলুপেট শহরে ঘটেছে। বন দফতরের তরফে জানানো হয়েছে যে, জঙ্গলে বাঘ ‘ট্র্যাকিং’ করার জন্‌য একটি হাতিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। কিন্তু জঙ্গলে পোকাদের কামড়ে অতিষ্ঠ হয়ে এক জায়গায় স্থির হয়ে থাকতে পারেনি হাতিটি। জঙ্গলের ভিতর দৌড়োতে শুরু করে সে।

দৌড়োতে দৌড়োতে ফেরার পথ হারিয়ে ফেলে দাঁতালটি। দিকভ্রান্ত হয়ে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে সে। ব্যস্ত রাস্তায় মস্ত বড় একটি দাঁতালকে ছুটে আসতে দেখে পথচারীরা সেখান থেকে পালিয়ে যান। কেউ কেউ আবার তাঁদের যানবাহন মাঝরাস্তায় ফেলে রেখে পালিয়ে যান। খবর পাওয়ায় বন দফতরের কর্মীরা হাতিটিকে উদ্ধার করে নিয়ে যান। লোকালয়ে ঢুকে হাতিটি কোনও ক্ষতি করেনি বলে জানিয়েছে বন দফতর।

Advertisement
আরও পড়ুন