viral video

প্রেমে পড়লেন আইআইটি বাবা? একান্তে সাক্ষাৎ করলেন তরুণীর সঙ্গে, পেলেন ফুলের তোড়া!

ভিডিয়োয় দেখা গিয়েছে একটি ধাবায় বসে আছেন আইআইটি বাবা। সেখানে তাঁর সঙ্গে দেখা করতে এলেন এক তরুণী। হাতে ফুলের তোড়া। সেটি তিনি অভয়ের হাতে তুলে দেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৫ ১৩:৪৪
IIT baba meets a girl

ছবি: সংগৃহীত।

গাঁজা রাখা থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতে জয় নিয়ে ভবিষ্যদ্বাণী, নানা বিষয়ে বিতর্কে জড়িয়েছেন কুম্ভের ভাইরাল আইআইটি বাবা। অভয় সিংহ ওরফে আইআইটি বাবা তাঁর বক্তব্যের জন্য প্রায়শই খবরের শিরোনামে থাকেন। তাঁকে নিয়েই সম্প্রতি একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেই ভিডিয়োয় দাবি করা হয়েছে, এক জন তরুণীর সঙ্গে ‘ডেটে’ গিয়েছেন অভয় সিংহ ওরফে আইআইটি বাবা। ভিডিয়োটি শুক্রবার পোস্ট হতেই তা সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ধাবায় বসে আছেন আইআইটি বাবা। সেখানে তাঁর সঙ্গে দেখা করতে এলেন এক তরুণী। হাতে ফুলের তোড়া। সেটি তিনি অভয়ের হাতে তুলে দেন। ফুলের তোড়াটি নাকের কাছে নিয়ে গিয়ে বার বার গন্ধ শুঁকতে দেখা গিয়েছে আইআইটি বাবাকে। এক বার নয়, বেশ কয়েক বার আগ্রহের সঙ্গে প্রতিটি ফুলের গন্ধ উপভোগ করতে দেখা গিয়েছে তাঁকে। সাদা টপ ও নীল জিন্‌স, মাথা লাল ওড়না দিয়ে ঢাকা। ওই তরুণীকে অভয়ের পাশে বসে থাকতে দেখা গিয়েছে। তবে তাঁর পরিচয় জানা যায়নি। অন্য একটি ভি়ডিয়োয় দেখা গিয়েছে ওই তরুণী আইআইটি বাবার সঙ্গে বার্তালাপ চালিয়ে যাচ্ছেন। চোখ বুজে তরুণীর কথা মন দিয়ে শুনছেন বাবা। তাঁকে হাসতেও দেখা গিয়েছে।

ভিডিয়ো দেখে মজার প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকরা। লাইক, কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ১৪ লক্ষেরও বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন ভিডিয়ো দেখে। ভিডিয়োর মন্তব্য বিভাগে অনেকেই লিখেছেন পৃথিবীকে পার্থিব কামনা ত্যাগ করতে উপদেশ দেওয়া বাবা নিজেই পার্থিব কামনায় আটকা পড়েছেন।

Advertisement
আরও পড়ুন