viral video

শৌচাগারে যাওয়ার নাম করে পিঠটান দিলেন খুনের চেষ্টায় অভিযুক্ত তরুণ! ধাওয়া করে আবার গ্রেফতার করল পুলিশ

প্রস্রাব করার অনুমতি চেয়েছিলেন। সেই অনুযায়ী পুলিশ জিপের দরজা খুলে দিতেই গাড়ি থেকে নেমে মূল রাস্তার দিকে দৌড়ে যান অভিযুক্ত কেশব শর্মা নামের তরুণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ১১:১৮
try to murder accused tried escaping police custody

ছবি: সংগৃহীত।

শৌচাগার যাওয়ার অজুহাতে পুলিশের চোখ ধুলো দিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করলেন খুনের চেষ্টায় অভিযুক্ত এক তরুণ। প্রস্রাব করার অনুমতি চেয়েছিলেন। সেই অনুযায়ী পুলিশ জিপের দরজা খুলে দিতেই গাড়ি থেকে নেমে মূল রাস্তার দিকে দৌড়ে যান অভিযুক্ত কেশব শর্মা। নাটকীয় সেই পালানোর দৃশ্যটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। ভিডিয়োটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের হামিরপুরে। খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত ১৯ বছর বয়সি কেশব শর্মাকে পুলিশ থানায় নিয়ে আসার পর এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। ভিডিয়োর শুরুতে দেখা গিয়েছে, কালো টিশার্ট এবং ডেনিম প্যান্ট পরে অভিযুক্ত যুবক পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে নেমে গেটের দিকে দৌড়তে শুরু করেন। এক জন পুলিশের সামনে দিয়েই তিনি পালানোর চেষ্টা করেন। সেই পুলিশকর্মীই তাঁর জন্য জিপের দরজা খুলে দিয়েছিলেন, যাতে তিনি শৌচাগার যেতে পারেন। পালানোর সময় কেশবের পা থেকে জুতো খুলে গেলেও তিনি দৌড়তে থাকেন।

অভিযুক্ত পালিয়ে গিয়েছেন খবর পেয়ে কয়েক জন পুলিশ তাঁকে ধাওয়া করেন। পালিয়ে যাওয়ার জন্য প্রাণপণ দৌড় দিলেও শেষরক্ষা হয়নি। পুলিশ কেশবকে ধাওয়া করে পাকড়াও করে আনে বলে সূত্রের খবর। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পুরনো শত্রুতার জেরে এক বৃদ্ধকে হত্যার চেষ্টা করার পর কেশব পুলিশি হেফাজতে ছিলেন।

Advertisement
আরও পড়ুন