Bizzare

ডুবে গিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে, মাত্র ৩৪ হাজার টাকায় ফেসবুক থেকে জাহাজ কিনলেন প্রৌঢ়

প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯১৭ সালের ২৭ নভেম্বর জার্মান সাবমেরিনের আক্রমণে একটি পণ্যবাহী জাহাজ আটলান্টিক মহাসাগরেরর গভীরে ডুবে গিয়েছিল। সেই পণ্যবাহী জাহাজের নাম এসএস আলমন্ড ব্রাঞ্চ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ০৭:৫৮

—প্রতীকী ছবি।

অবসর সময়ে ফেসবুক ঘাঁটছিলেন প্রৌঢ়। হঠাৎ ফেসবুকের বাজারে একটি পুরনো জাহাজ বিক্রির খবর নজরে পড়ে তাঁর। খবরটি দেখে চমকে ওঠেন তিনি। এই জাহাজের সঙ্গে যে জড়িয়ে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস! সেই জাহাজই ফেসবুক মার্কেটপ্লেসে পাওয়া যাচ্ছে মাত্র কয়েক হাজার টাকায়! লোভ সামলাতে না পেরে ৩৪ হাজার টাকা খরচ করে জাহাজটি কিনে ফেললেন ব্রিটেনের প্রৌঢ় বাসিন্দা।

Advertisement

বিবিসি সূত্রে খবর, ৫৩ বছর বয়সি প্রৌঢ়ের নাম ডম রবিনসন। শৈশব থেকেই পুরনো জাহাজের প্রতি আগ্রহ রয়েছে তাঁর। পেশায় ডুবুরি তিনি। ৩০ বছর ধরে এই পেশায় যুক্ত থাকার ফলে ২০ থেকে ২৫টি জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন তিনি। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ডম জানান, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯১৭ সালের ২৭ নভেম্বর জার্মান সাবমেরিনের আক্রমণে একটি পণ্যবাহী জাহাজ আটলান্টিক মহাসাগরের গভীরে ডুবে গিয়েছিল। সেই পণ্যবাহী জাহাজের নাম এসএস আলমন্ড ব্রাঞ্চ।

৩০ লক্ষ কিলোগ্রাম ওজনের এই জাহাজের দৈর্ঘ্য ১০০ মিটার। ডমের দাবি, ১৯৭০ সালে এই পণ্যবাহী জাহাজটি এক জন কিনেছিলেন। কিন্তু তিনি সেই জাহাজে সন্ধান চালিয়ে কিছু পাননি। প্রথম ক্রেতার দাবি, জাহাজটি মরচে ধরা বিশাল স্তূপের সমান। সম্প্রতি সেই জাহাজটি ফেসবুক মার্কেটপ্লেস থেকে ৩০০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৩৪ হাজার ১০১ টাকা) খরচ করে কিনেছেন ডম। জাহাজটি কেনার পর আর আনন্দ ধরে না প্রৌঢ়ের। কেনার আগে তিনি ডুবুরির পোশাক পরে জাহাজের ধ্বংসাবশেষটি দেখতে গিয়েছিলেন। ডম বলেন, ‘‘আমি এখনও জাহাজের ঘণ্টা খুঁজে পায়নি। আমি সেটিই খুঁজছি। জাহাজটি বিক্রি না করার পরিকল্পনা রয়েছে আমার।’’

Advertisement
আরও পড়ুন