viral video

হাঁ করতেই বেরিয়ে এল ‘মানুষের’ দাঁতের সারি! অদ্ভুত প্রাণী দেখে শিউরে উঠল নেটপাড়া

হুবহু মানুষের মতো মুখের প্রাণীটি ঝড় তুলেছে সমাজমাধ্যমে। দাঁতগুলির আকার অবিকল মানুষের মতোই। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া অদ্ভুত প্রাণীটি এক প্রজাতির জলজ প্রাণী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৭
Video of a a strange creature with lips that look exactly like those of a human went viral

ছবি: সংগৃহীত।

পুরু মোটা মাংসল ঠোঁট। ছোট্ট হাঁ করা মুখের ভিতর থেকে উঁকি মারছে দাঁতের সারি, যে দৃশ্য শিউরে ওঠার মতোই। এমনই একটি অদ্ভুত প্রাণীর ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে যা দেখে চমকে উঠেছেন দর্শকেরা। হুবহু মানুষের মতো মুখের প্রাণীটি ঝড় তুলেছে সমাজমাধ্যমে। দাঁতগুলির আকার অবিকল মানুষের মতোই। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া অদ্ভুত প্রাণীটি এক প্রজাতির জলজ প্রাণীর। নেচার ইজ় অ্যামেজ়িং নামের একটি এক্স হ্যান্ডল থেকে এই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ঠোঁটকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য অনেকেই ঠোঁটের অস্ত্রোপচার করান। সেই অস্ত্রোপচার সফল না হলে ঠোঁট অনেক সময় বিকৃত হয়ে যায়। সমাজমাধ্যম ব্যবহারকারীরা মাছের ঠোঁটটির সঙ্গে বহু হলিউডি তারকার মোটা পুরু ঠোঁটের তুলনা টেনেছেন। ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক জন প্রাণীটির মোটা ঠোঁটটি হাত দিয়ে ফাঁক করতেই বেরিয়ে আসে মানুষের দাঁতের মতো ছোট ছোট দাঁতের সারি। ভিডিয়ো দেখে অনেকেই প্রাণীটিকে শনাক্ত করেছেন। সমাজমাধ্যম ব্যবহারকারীরা জানিয়েছেন, এটির নাম ট্রিগার ফিশ। সমুদ্রের তলদেশে দেখা মেলে প্রাণীটির। এর চ্যাপ্টা ঠোঁট মানুষের ঠোঁটের মতোই আকর্ষণীয়। প্রাণীটির দাঁতও এতটাই ধারালো যে, এটি শক্ত ধাতব জিনিসও ভেদ করেও করতে সক্ষম।

Advertisement
আরও পড়ুন