viral video

বার্গারে কামড় দিতেই দুলে উঠল চারদিক, জানলায় প্রবল ধাক্কা গাড়ির! বরাতজোরে প্রাণ বাঁচল তরুণ-তরুণীর

ভিডিয়োয় দেখা গিয়েছে, রেস্তরাঁর টেবিলে সাজানো ছিল নানা ধরনের খাবার। দু’জনের হাতেই ছিল বার্গার। সেটিতে কামড় বসানোর মুহূর্তেই সজোরে ধাক্কা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৫ ১২:১৭
a car rammed into a restaurant

ছবি: সংগৃহীত।

রেস্তরাঁয় বসে খাবারের ভিডিয়ো করছিলেন দুই সমাজমাধ্যম প্রভাবী। ক্যামেরার সামনে সবে বার্গারে কামড় বসিয়েছেন দু’জনে। হঠাৎ করেই প্রবল ধাক্কা। জানলা চুরমার হয়ে কাচের টুকরো ছিটকে এসে পড়ে তাঁদের গায়ে। অল্পের জন্য রক্ষা পান দু’জন। টেবিলটিও প্রায় উড়ে যাওয়ার উপক্রম হয়। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাটি আমেরিকার টেক্সাসের হিউস্টনে অবস্থিত একটি রেস্তরাঁয়। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ইউটিউব ফুড সিরিজ়ের জন্য ভিডিয়ো তৈরি করছিলেন নেটমাধ্যম প্রভাবী নিনা সান্তিয়াগো ও প্যাট্রিক ব্ল্যাকউড। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রেস্তরাঁর টেবিলে সাজানো ছিল নানা ধরনের খাবার। দু’জনের হাতেই ছিল বার্গার। সেটিতে কামড় বসানোর মুহূর্তেই সজোরে ধাক্কা। একটি এসইউভি গাড়ি জানালায় ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে রেস্তরাঁর জানালাটি সম্পূর্ণ ভেঙে যায়। টেবিলটি ছিটকে সরে যায় এবং কাচের টুকরোগুলি ছড়িয়ে-ছিটিয়ে পড়ে চতুর্দিকে। ঠিক সময়ে তাঁরা সরে যাওয়ায় কাচের টুকরোগুলি তাঁদের সামনে এসে পড়ে। কপালজোরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তাঁরা। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে নিনাকে প্যাট্রিক ঠেলে সরিয়ে দেন। পিছনে থাকা রেস্তরাঁর কর্মীরাও ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে যান। তাঁদের চোখেমুখে বিস্ময়।

ভিডিয়োটি ইনস্টাগ্রামে নিজেদের অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন নিনা ও প্যাট্রিক। ভিডিয়োটি ইতিমধ্যেই কয়েক লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। ২ লক্ষেরও বেশি মানুষ ভিডিয়োটি দেখেছেন। ভয়াবহ এই দুর্ঘটনা দেখে বহু নেটাগরিকই তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন ভিডিয়োয়।

Advertisement
আরও পড়ুন