Viral Video

তিরবেগে বাইক ছোটাচ্ছেন প্রেমিক, গলা, কোমর জড়িয়ে উদ্দাম আদর প্রেমিকার! পুলিশের নজর পড়তেই হল বিপুল জরিমানা

নয়়ডার ব্যস্ত রাস্তা দিয়ে বাইক ছোটাচ্ছেন এক তরুণ। তাঁকে জড়িয়ে বসে রয়েছেন প্রেমিকা, চলছে উদ্দাম আদর। একে অপরকে আলিঙ্গন করে বাইক ছোটাতে থাকেন তরুণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১০:০০
a couple who were romancing on bike

ছবি: সংগৃহীত।

বাইকের ট্যাঙ্কে চড়ে প্রেমিকা দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে আদর করে চলেছেন প্রেমিককে। দু’জনেই যেন হাওয়ায় ভর করে উড়ে যেতে চান। বাইকের সামনে বসে প্রেমিকের গলা জড়িয়ে পা দু’টি কোমরে তুলে দিয়েছেন তরুণী। আর ওই অবস্থাতেই তিরবেগে বাইক ছোটাচ্ছেন তরুণ। পাশ দিয়ে প্রবল গতিতে বেরিয়ে যাচ্ছে একের পর এক লরি, ট্যাঙ্কার ও গাড়ি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি নয়ডার। রবিবার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে বিপজ্জনক ভাবে বাইক চালাতে দেখা গিয়েছিল ওই তরুণকে।

Advertisement

তাতেও দমেননি যুগল। মারাত্মক ঝুঁকি নিয়েই একে অপরকে আলিঙ্গন করতে করতে ‘প্রেমের স্টান্ট’ দেখাতে ব্যস্ত ছিলেন তাঁরা। চালক ও সওয়ারি দু’জনের মাথাই ছিল হেলমেটবিহীন। সেই ঘটনারই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ঘটনাটি নজরে আসতেই দ্রুত ব্যবস্থা নিয়েছে পুলিশ। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পর পুলিশের নজরে আসে বিষয়টি। সঙ্গে সঙ্গে বাইক-আরোহীর বিরুদ্ধে একাধিক ট্র্যাফিক আইন ভঙ্গ করার জরিমানা বাবদ ৫৩ হাজার ৫০০ টাকার চালান জারি করা হয়। ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘শচীন গুপ্ত’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখে বেশির ভাগ নেটাগরিকই ওই যুগলের আচরণের সমালোচনা করেছেন। অনেকে আবার নিরাপত্তার কথা না ভেবে চলন্ত বাইকে এমন আচরণের জন্য ভৎসর্নাও করেছেন তাঁদের। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘আদরের ঠেলায় যে প্রাণ উড়ে যাওয়ার জোগাড়।’’

Advertisement
আরও পড়ুন