Viral Video

দুই ভিন্‌জাতের শিকারির ধুন্ধুমার লড়াই! ‘বহিরাগত’ ১৮ ফুট লম্বা অজগরকে শিকার করল ১২ ফুট কুমির

ভিডিয়োয় দেখা গিয়েছে একটি ১২ ফুটের কুমির একটি ১৮ ফুট লম্বা অজগরকে শিকার করে ধীরে ধীরে জল কেটে এগিয়ে চলেছে। কুমিরের চোয়ালে আটকে রয়েছে দানবাকৃতির অজগরটি। কুমিরের শক্তির কাছে শেষমেশ হার মানতে হয়েছে সাপটিকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১০:৫৩
crocodile who hunts 18 feet long python

ছবি: সংগৃহীত।

দু’টি সরীসৃপই ওস্তাদ শিকারি। একটি জলের তলা থেকে অতর্কিতে আক্রমণ করে ছিন্নভিন্ন করে দেয় শিকারকে। দ্বিতীয়টি নিঃসারে এসে শরীর দিয়ে পেঁচিয়ে শিকারের হাড়গোড় ভেঙে গোটাটাই উদরস্থ করে ফেলে। দুই শিকারি যখন একে অপরের মুখোমুখি হয়ে লড়াইয়ে নামে তখন শুরু হয় এক ভয়ানক ‘যুদ্ধ’। তেমনই এক যুদ্ধের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। এলাকা দখলের লড়াইয়ে মেতে উঠতে দেখা গিয়েছে একটি অজগর ও একটি কুমিরকে। সাধারণত এটি ঘটে যখন একটি প্রাণী অন্য প্রাণীর বসবাসের জায়গায় অনুপ্রবেশ করে বা তার আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করে। আমেরিকার ফ্লরিডার জঙ্গলে সেই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে ১২ ফুটের একটি কুমির একটি ১৮ ফুট লম্বা অজগরকে শিকার করে ধীরে ধীরে জল কেটে এগিয়ে চলেছে। কুমিরের চোয়ালে আটকে রয়েছে দানবাকৃতি অজগরটি। সেই দৃশ্যই বলে দিচ্ছে কুমিরের শক্তির কাছে শেষমেশ হার মানতে হয়েছে সাপটিকে। ফ্লরিডায় বেশ কয়েক বছর ধরে রাক্ষুসে অজগরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বেশ কিছু দিন ধরেই এখানে কুমির এবং অজগরের মধ্যে লড়াই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অজগর হল ফ্লরিডার একটি বহিরাগত প্রজাতি। এদের বাইরে থেকে এনে ছেড়ে দেওয়া হয়েছে। কুমির এখানকার স্থানীয় প্রজাতি। অজগরেরা জলাভূমি ও বন্যপ্রাণীদের জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করছেন পরিবেশবিদেরা।

‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করার পর ১৬ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। ২০ হাজারের বেশি দর্শক পছন্দ করেছেন ভিডিয়োটি। ভিডিয়ো দেখে প্রচুর মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্য বিভাগ ভরে উঠেছে নানা রকমের প্রতিক্রিয়ায়।

Advertisement
আরও পড়ুন