viral video

মা ও সন্তানের দিকে তেড়ে এল বিশাল দাঁতাল! লড়াই করেও জিততে না পেরে চম্পট দিল একশৃঙ্গ

বিশাল এক দাঁতাল হাতি আক্রমণ করে বসে শাবকটিকে। সন্তানকে বাঁচাতে ক্ষিপ্ত হাতিটিকে রুখে দেয় মা-গন্ডারটি। বেধে যায় বিষম দ্বৈরথ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৯
Video of a dramatic confrontation of an elephant and rhino went viral

ছবি: এক্স থেকে নেওয়া।

জঙ্গলের দুই মহাশক্তিধর। একটি আকারে অন্যের তুলনায় খাটো হলেও শক্তিতে কেউ কারোর থেকে কম যায় না। সেই দুই যুযুধানের লড়াইয়ের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। একটি একশৃঙ্গের সঙ্গে সম্মুখসমরে হাজির হল গজরাজ। গন্ডারটির সঙ্গে ছিল একটি শাবকও। বিশাল এক দাঁতাল হাতি আক্রমণ করে বসে শাবকটিকে। সন্তানকে বাঁচাতে ক্ষিপ্ত হাতিটিকে রুখে দেয় মা গন্ডারটি। বেধে যায় বিষম দ্বৈরথ। সেই ভিডিয়ো এক্স হ্যান্ডলের পাতায় ছড়িয়ে পড়তেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। গত ১ ফেব্রুয়ারি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োটির অবস্থান সঠিক ভাবে জানা যায়নি।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি ফাঁকা জায়গায় পরস্পরের দিকে তেড়ে এল দুই উন্মত্ত প্রাণী। প্রথমে গন্ডারটিকে আক্রমণ করে দাঁতালটি। দাঁত দিয়ে গন্ডারটি ঠেলে দেয় কাদামাটিতে। বড় দুটি প্রাণীর মাঝে পড়ে যায় গন্ডারশাবক। হাতির আক্রমণে টাল সামলাতে না পেরে নিজের সন্তানের উপর পড়ে যায় মা গন্ডারটি। পায়ের চাপে ডিগবাজি খেয়ে যায় ছোট্ট শরীর। তবে মারাত্মক কোনও ঘটনা ঘটেনি। কোনও রকমে উঠে দাঁড়িয়ে সেখান থেকে পালিয়ে যায় শাবকটি। এর পর গন্ডারটিকে বিশাল দুই দাঁত দিয়ে ক্রমাগত ঠেলতে থাকে হাতিটি। শুঁড় দিয়ে ঠেলে জলের মধ্যে ফেলে দেয় হাতিটি।

বেকায়দায় পড়ে পিছু হটে গন্ডারটি। হাতির দাঁত ও শুঁড়ের আক্রমণ থেকে বাঁচতে শেষমেশ পিঠটান দেয় গন্ডারটি। ‘ওয়াইল্ডলাইফ সেন্সরড’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিয়োটি সমাজমাধ্যমে ৪ লক্ষ বারেরও বেশি দেখা হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement
আরও পড়ুন