viral video

জলের ধারে ছবি তুলতে গিয়ে সন্তানকে ভুলবশত ধাক্কা মায়ের! চোখের পলকে স্রোতের টানে ভেসে গেল খুদে, রইল ভিডিয়ো

এক দম্পতি ও তাঁদের দুই সন্তান জলের ধারে গিয়ে ছবি তুলছিলেন। তাঁর ছোট ছেলেটিকে সরাতে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা মেয়েকে অসাবধানে ধাক্কা মেরে বসেন। টাল সামলাতে না পেরে জলে পড়ে যায় নাবালিকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪২
girl swept away as mother pushes her accidentally

ছবি: এক্স থেকে নেওয়া।

কৃত্রিম জলপ্রপাতের মাঝখানে পাথরের কিনারায় দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে মায়ের ভুলে জলে পড়ে গেল একরত্তি। মর্মান্তিক ঘটনার সাক্ষী রইলেন পর্যটকেরা। জলের স্রোত বেশি থাকায় ভেসে গেল সাত-আট বছরের শিশুকন্যা। ভয়াবহ সেই দুর্ঘটনার একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভিডয়োয় দেখা গিয়েছে, পাথরের ধারে দাঁড়িয়ে একটি পরিবার ছবি তুলছিল। এক দম্পতি ও তাঁদের দুই সন্তান সেখানে দাঁড়িয়েছিলেন। শিশুটির মা তাঁর ছোট ছেলেটিকে সরাতে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা মেয়েকে অসাবধানে ধাক্কা মেরে বসেন। টাল সামলাতে না পেরে জলে পড়ে যায় শিশু। এক্স হ্যান্ডলে ছড়িয়ে পড়া সেই ভিডিয়োটি কোথায় বা কবে ক্যামেরাবন্দি করা হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। স্রোতের টান থাকায় এক নিমেষে মেয়েটি জলে ভেসে যায়। বাবা-মা তাঁকে কয়েক মুহূর্তের জন্য খুঁজে পাচ্ছিলেন না। এ দিক-ও দিক খুঁজতে থাকেন তাঁরা। কয়েক সেকেন্ড পরে শিশুটির মাথা ভেসে ওঠে। আশপাশে দাঁড়িয়ে থাকা কয়েক জন এসে শিশুটিকে জল থেকে তুলে আনেন।

ভাইরাল ভিডিয়োটি ‘ব্রুটাল ক্লিপ্‌স’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ২৭ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। চার হাজার মানুষ ভিডিয়োয় লাইক দিয়েছেন। প্রচুর প্রতিক্রিয়া জমা পড়েছে তাতে। এক জন নেটাগরিক লিখেছেন, আনন্দ করতে গিয়েও সতর্ক থাকা দরকার। যখন সঙ্গে সন্তান থাকে।’’ অন্য এক জন লিখেছেন, “ঈশ্বরের অসীম কৃপা! শিশুটি প্রাণে বেঁচে গিয়েছে।’’

Advertisement
আরও পড়ুন