viral video

প্রাণ বাঁচাতে শিকারির সঙ্গে লুকোচুরি! চিতাবাঘকে বোকা বানিয়ে রক্ষা পেল সারমেয়, রইল ভিডিয়ো

শুনশান কোয়ার্টার চত্বরে আচমকাই হানা দেয় একটি চিতাবাঘটি। সেখানেই শুয়েছিল একটি কুকুরও। শিকারকে হাতের সামনে পেয়েই ছুটে যায় চিতাবাঘটি। তা দেখেই এক ছুট দিয়ে আড়ালে লুকিয়ে পড়ে কুকুরও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ১২:৪৬
leopard enters to police quarter for hunts a dog

ছবি: সংগৃহীত।

‌কুকুরকে সামনে পেয়ে শিকার করতে এসে ধোঁকা খেয়ে গেল বন্য শ্বাপদ। রাতের অন্ধকারে আলমোড়ার পুলিশ কোয়ার্টারের চত্বরে শিকারের সন্ধানে একটি চিতাবাঘ ঢুকে পড়ে। সেখানেই ঘোরাফেরা করছিল কুকুরটি। চিতাবাঘটিকে দেখেই সতর্ক হয়ে ওঠে সে। চোখ-কান খোলা থাকার ফলে প্রাণে বেঁচে যায় সারমেয়টি। চিতার সঙ্গে লুকোচুরি খেলতে থাকে কুকুরটি। শিকার ফস্কে যাওয়ার ব্যর্থতায় গুটি গুটি পায়ে সেখান থেকে হাঁটা দেয় চিতাবাঘটি। সেই ঘটনাই ধরা পড়েছে কোয়ার্টার চত্বরে থাকা সিসিটিভি ক্যামেরায়। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। ভিডিয়োটি পোস্ট করে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে রাতে বেরোনোর সময় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের।

Advertisement

মাত্র ১৭ সেকেন্ডের ভিডিয়োয় দেখা গিয়েছে, শুনশান কোয়ার্টার চত্বরে আচমকাই হানা দেয় চিতাবাঘটি। সেখানেই শুয়েছিল কুকুরটি। শিকার দেখেই ছুটে যায় চিতাবাঘটি। তা দেখেই ছুট দিয়ে আড়ালে লুকিয়ে পড়ে সারমেয়টি। কুকুরটিকে দেখতে না পেয়ে থমকে দাঁড়িয়ে পড়ে শ্বাপদটি। ইতিউতি চাইতে থাকে প্রাণীটি। মুখ বাড়িয়ে চিতাবাঘকে দেখে কুকুরটি আবার দেওয়ালের আড়ালে ঢুকে পড়ে। চিতাবাঘটি কয়েক পা এগিয়েও যায়। তবে আলো থাকার জন্য সে দিকে যেতে সাহস করেনি চিতাবাঘটি। বিফল হয়ে চত্বর ছাড়ে সেটি।

ভিডিয়ো পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যে কয়েক হাজার বার দেখা হয়েছে। একজন নেটাগরিক লিখেছেন, লিখেছেন ‘‘দিন হোক বা রাত, আকাশে হোক বা মাটিতে, এখন মানুষ কোথাও নিরাপদ নয়।’’ ভিডিয়োটি পোস্ট করে আলমোড়া পুলিশ বলেছে, ‘‘গভীর রাতে এবং ভোরে ভ্রমণের সময় দয়া করে সাবধান থাকুন।’’ কয়েক দিন আগেই চুপিসারে এসে ঘুমন্ত এক কুকুরছানাকে ঝড়ের বেগে তুলে নিয়েছিল একটি চিতাবাঘ। সেটি ছিল উত্তরাখণ্ডের চামোলি গঢ়ওয়ালের গৌচরের ঘটনা।

Advertisement
আরও পড়ুন