viral video

গাছের ফাঁক দিয়ে ব্যস্ত সড়কে বেরিয়ে এল পশুরাজ, সিংহ দেখে আঁতকে উঠলেন পথচারীরা! কী ঘটল তার পর?

গুজরাতের গিরনার জঙ্গল থেকে সিংহটি আচমকাই বেরিয়ে যায় শহরের সড়কে। আশপাশের লোকজনকে পর্যবেক্ষণের ভঙ্গিতে বেশ কিছু ক্ষণ সিংহটি দাঁড়িয়ে থাকে সেখানে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ১৫:৪৩
lion was seen walking calmly during the day near Junagadh city

ছবি: সংগৃহীত।

জনবহুল শহরের রাস্তার পাশের ঝোপ থেকে হেলেদুলে বেরিয়ে এল পশুরাজ। দিনের বেলায় ব্যস্ত সড়কের ধারে হিংস্র পশুটির দর্শন মেলায় হতবাক হয়ে যান পথচলতি মানুষজন। গুজরাতের জূনাগঢ় শহরের কাছে বিখা-বিশ্বদার সড়কের কাছে দেখা মিলেছে পূর্ণবয়স্ক সিংহটির। তাকে দেখেই সমস্ত যানবাহন থেমে যায়। গা়ড়ির চালকেরা ভয়ে বিস্ময়ে থমকে গিয়ে তাকিয়ে থাকেন সিংহের দিকে। সেই ঘটনারই একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডলের একাধিক অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

শহরের নিকটস্থ গিরনার জঙ্গল থেকে সিংহটি আচমকাই হানা দেয় শহরের সড়কে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে প্রাণীটি জঙ্গলের আড়াল থেকে বেরিয়ে এসে শান্ত ভাবে রাস্তায় নেমে আসে। পশুরাজের দেখা মিলতে ভয়ে-আতঙ্কে বেশ কিছু যানবাহন দাঁড়িয়ে পড়ে সড়কের উপর। প্রাণীটির থেকে মাত্র কয়েক ফুট দূরে থমকে দাঁড়িয়ে পড়ে একটি অটোরিকশাও। কয়েক জন যাত্রী তাঁদের ফোন বার করে বিরল মুহূর্তটি রেকর্ড করতে শুরু করেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

মানুষ বা যানবাহন দেখেও সিংহটির মধ্যে কোনও আক্রমণাত্মক মনোভাব দেখা যায়নি। আশপাশের লোকজনকে পর্যবেক্ষণের ভঙ্গিতে বেশ কিছু ক্ষণ সিংহটি দাঁড়িয়ে থাকে সেখানে। খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছোয়। সিংহটিকে তাঁরা নিরাপদে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যায়। ভিডিয়োটি ইনস্টাগ্রামের ‘মহম্মদ_আরমান_আইএনসি’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। ভিডিয়ো দেখে এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘বেচারা সিংহ, মানুষ ও বিশৃঙ্খলা দেখে বিভ্রান্ত হয়ে পড়েছে।’’

Advertisement
আরও পড়ুন