viral video

গরম তেলে পা ডুবিয়ে রোগীর গায়ে মাখালেন ‘চিকিৎসক’, সেরে উঠলেন পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধ! পাকিস্তানের ভিডিয়োয় হাসির রোল

গরম তেলের বাটিতে পা ডুবিয়ে সেই পা দিয়ে খাটিয়ায় শুয়ে থাকা এক বৃদ্ধের হাতে ও পায়ে মালিশ করে দিচ্ছেন ‘চিকিৎসক’। আর তাতেই নাকি সেরে উঠেছেন পক্ষাঘাতগ্রস্ত রোগী, দাবি করা হয়েছে ভিডিয়োয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৫
Pakistani doctor uses feet for the treatment of a paralyzed patien

ছবি: সংগৃহীত।

গরম তেলে পা ডুবিয়ে সেই পা হাতে-পায়ে মাখালেই সেরে উঠছেন পক্ষাঘাতগ্রস্ত রোগী! পাকিস্তানের এক ‘চিকিৎসকের’ চিকিৎসা পদ্ধতির ভিডিয়ো ভাইরাল হতেই নেটমাধ্যমে বিতর্কের ঝড় উঠেছে। পা ব্যবহার করে ওই ‘চিকিৎসক’ এক বৃদ্ধের পক্ষাঘাতগ্রস্ত হাত ঠিক করে দিয়েছেন বলে দাবি করা হয়েছে। ভিডিয়োটি সমাজমাধ্যমে প্রকাশিত হতেই তা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মাথায় টুপি, কুর্তা-পাজামা পরা এক ব্যক্তি গরম তেলের বাটিতে পা ডুবিয়ে সেই পা দিয়ে খাটিয়ায় শুয়ে থাকা এক বৃদ্ধের হাতে ও পায়ে মালিশ করে দিচ্ছেন। তাতেই নাকি জাদুর মতো কাজ হয়েছে। পক্ষাঘাতগ্রস্ত রোগীর হাত ও পা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গিয়েছে বলেও ভিডিয়োয় দেখানো হয়েছে। রোগী বহু বছর পরে সেই হাত দিয়ে জলের ভারী বালতিও তুলেছেন বলে দাবি করা হয়েছে। পাকিস্তানের ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনা ও হাসির ঝড় বয়ে গিয়েছে নেটপাড়ায়। চিকিৎসা করার পদ্ধতি দেখে নানা ব্যঙ্গাত্মক মন্তব্য জমা পড়েছে ভিডিয়োয়। পাকিস্তানের সেই ‘চিকিৎসক’ রসিকতার পাত্র হয়ে উঠেছেন সমাজমাধ্যমে। চিকিৎসার জন্য তিনি এমন ভাবে পা ব্যবহার করেছেন, যা দেখে ঘটনাটিকে অতিনাটকীয় বলে মনে করছেন বহু নেটাগরিকই। নোংরা পায়ে গরম তেল প্রয়োগ করলে পক্ষাঘাতগ্রস্ত রোগীর গুরুতর সংক্রমণের আশঙ্কা তৈরি হয় বলে দাবি করেছেন নেটমাধ্যম ব্যবহারকারীদের একাংশ।

ভিডিয়োটি ‘ইনকগনিটো’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যে ৯০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। আট হাজারের বেশি মানুষ তাতে লাইক দিয়েছেন। মজার মজার মন্তব্যে ভরে উঠেছে পোস্টটি। এক জন লিখেছেন, ‘‘চিকিৎসককে নরকে গরম তেলের কড়াইয়ে ভাজা হবে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘পাকিস্তানের এই ভিডিয়ো দেখার পর খুব শীঘ্রই হার্ভার্ডে ফুটন্ত তেল দিয়ে থেরাপির ১০১টি উপায়ের উপর কোর্স করানো হবে।’’

Advertisement
আরও পড়ুন