Viral Video

পার্কিং লটে হিংস্র ভালুকের হামলায় মৃত্যু বৃদ্ধার, গাড়িতে উঠে প্রাণে বাঁচল ১২ বছরের বালক, ভাইরাল ভয়ঙ্কর ভিডিয়ো

ভালুকের আক্রমণের হাত থেকে রক্ষা পেতে ওই বালক তাড়াতাড়ি গাড়ির ভিতর ঢুকে পড়ল। ভালুকটিও তাকে ছেড়ে দৌড়োল অন্য শিকারের পিছনে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৭

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পার্কিং লটে সারি দিয়ে দাঁড়িয়েছিল একের পর এক গাড়ি। জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে সে দিকে দৌড়ে গেল এক মস্ত বড় ভালুক। লোকজন দেখে সে গেল আরও খেপে। পার্কিং লটে গিয়ে হামলা শুরু করল ভালুকটি। ভালুকের আক্রমণের হাত থেকে দু’জন প্রাণে রক্ষা পেলেও এক অশীতিপর বৃদ্ধা গুরুতর আহত হয়ে মারা যান। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ব্রায়ান ম্যাকডোনাল্ড’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, পার্কিং লটে ঢুকে এক বালককে তাড়া করছে একটি ভালুক। ভালুকের আক্রমণের হাত থেকে রক্ষা পেতে ওই বালক তাড়াতাড়ি গাড়ির ভিতর ঢুকে পড়ল। ভালুকটিও তাকে ছেড়ে দৌড়োল অন্য শিকারের পিছনে। তত ক্ষণে সেই ব্যক্তিও তাঁর গাড়িটি দ্রুত বেগে ছুটিয়ে পার্কিং লট থেকে বেরিয়ে গেলেন।

সিসিটিভি ফুটেজের সেই ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, এই ঘটনাটি রাশিয়ার পেত্রোপাভলস্ক কামচাস্কি এলাকার একটি পার্কিং লটে ঘটেছে। জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে সোজা সেই পার্কিং লটের দিকে দৌড়ে যায় একটি ভালুক। ভালুকটিকে তেড়ে আসতে দেখে এক ব্যক্তি গাড়ির ভিতর উঠে পড়েন। কিন্তু এক ১২ বছরের বালক তখনও বাইরে দাঁড়িয়ে ছিল।

ভালুকটি সেই বালককে হামলা করার জন্য ছুটে গেলে সে একটি গাড়ির পিছনের আসনে উঠে দরজা বন্ধ করে দেয়। ভালুকটিও তখন অন্য দিকে ছুটতে শুরু করে। বিপদ বুঝে ওই ব্যক্তি গাড়ি ছুটিয়ে পার্কিং লট ছেড়ে বেরিয়ে যান। সেই গাড়িটিকেই ধাওয়া করতে শুরু করে ভালুকটি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভালুকের আক্রমণে গুরুতর আহত হয়ে মারা গিয়েছেন ৮৪ বছরের এক বৃদ্ধা। পরে সেই ভালুকটিকে গুলি করে মারা হয় বলে খবর।

Advertisement
আরও পড়ুন