Viral Video

বাসচালকের সঙ্গে ঝগড়া, রাগে মহিলা যাত্রীর গালে সপাটে চড়! হাতাহাতির ভিডিয়ো ভাইরাল

বাসের কন্ডাক্টর-সহ সেখানে উপস্থিত ছিলেন আরও দুই মহিলা যাত্রী। কিন্তু অশান্তি থামাতে পারলেন না তাঁরা। বরং পরিস্থিতি আরও গম্ভীর হয়ে উঠল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

গন্তব্যে যাওয়ার জন্য বাসে চেপেছিলেন এক মহিলা। কিন্তু সে যাত্রা সুখকর হল না। বাসচালকের সঙ্গে বাক্‌বিতণ্ডায় জড়িয়ে পড়লেন তিনি। দু’জনের কথা কাটাকাটি পৌঁছে যায় হাতাহাতির পর্যায়ে। উত্তেজিত হয়ে বাসচালককে চড় মেরে দিলেন ওই মহিলা। রাগের মাথায় মহিলাকেও মারতে ছাড়লেন না চালক। তার পরেই দু’জনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি কর্নাটকের টুমাকুরু রোডে এই ঘটনাটি ঘটেছে। বাসের চালকের নাম রবি। গত এক বছর ধরে বাস চালাচ্ছেন তিনি। সম্প্রতি এক মহিলা যাত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রবি। ক্রমাগত কথা কাটাকাটি হচ্ছিল দু’জনের মধ্যে। বাসের কন্ডাক্টর-সহ সেখানে উপস্থিত ছিলেন আরও দুই মহিলা যাত্রী।

কিন্তু অশান্তি থামাতে পারলেন না তাঁরা। বরং পরিস্থিতি আরও গম্ভীর হয়ে উঠল। বাসচালকের সঙ্গে হাতাহাতি শুরু হল মহিলা যাত্রীর। রবিকে চড় মারলে তিনিও পাল্টা জবাব দিয়ে চড় মারেন যাত্রীকে। এক পথচারী সম্পূর্ণ ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়লে তা বেঙ্গালুরু পুলিশের নজর কাড়ে। এই বিষয়ে তদন্তও শুরু করেছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন