Viral Video

অটোচালককে সপাটে চড়! ট্র্যাফিক নিয়ম ভেঙে ভুল দিকে গাড়ি চালানোর ‘শাস্তি’ দিলেন বিজেপি বিধায়ক, ভাইরাল ভিডিয়ো

২০১৯ সাল থেকে মহারাষ্ট্র বিধানসভায় ঘাটকোপার পূর্ব কেন্দ্রের আসন থেকে প্রতিনিধিত্ব করছেন পরাগ। নির্বাচনী হলফনামা অনুসারে, ৩,৩৮৩ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ১৭:৫১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বেআইনি হকার এবং ট্র্যাফিকের সমস্যা নিয়ে সোচ্চার হয়ে দলবল-সহ প্রতিবাদ করতে বেরিয়েছিলেন বিজেপি বিধায়ক পরাগ শাহ। সেই সময় মাঝরাস্তায় এক অটোচালককে ধরে মারধর করতে শুরু করেন তিনি। মুহূর্তের মধ্যে চারদিকে লোকজন জড়ো হয়ে যায়। অটোর চালককে চড়-থাপ্পড় মারতে দেখা যায় পরাগকে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘সূর্যকুমার বৌদ্ধ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মাঝরাস্তায় একটি অটো দাঁড় করিয়ে দিয়েছেন বিজেপি বিধায়ক পরাগ শাহ। এর পরেই অটোচালকের চুলির মুঠি ধরে তাঁর গালে ঠাস করে চড় বসিয়ে দিলেন তিনি। তার পর অটোচালকের সঙ্গে ঝামেলা শুরু করে দেন পরাগ।

শনিবার এই ঘটনাটি মুম্বইয়ের ঘাটকোপারে ঘটেছে। সেখানে দলবল নিয়ে রাস্তা আটকে দেন পরাগ। তাঁর দাবি, অটোচালক ট্র্যাফিক নিয়ম না মেনে রাস্তার উল্টো দিক দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। তার প্রতিবাদ করে অটোচালককে শাসন করে শিক্ষা দিয়েছেন তিনি। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় বয়ে যায়। কংগ্রেস নেত্রী বর্ষা গায়কোয়াড় কটাক্ষ করে লিখেছেন, ‘‘বিজেপির বিধায়ক নিজের হাতেই আইন তুলে নিয়েছেন মনে হয়। এগুলো আসলে ক্ষমতার অপব্যবহার। অটোচালককেও ছাড়লেন না।’’

২০১৯ সাল থেকে মহারাষ্ট্র বিধানসভায় ঘাটকোপার পূর্ব কেন্দ্রের আসন থেকে প্রতিনিধিত্ব করছেন পরাগ। নির্বাচনী হলফনামা অনুসারে, ৩,৩৮৩ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর। ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে পেশ করা হলফনামা অনুযায়ী সে রাজ্যের সবচেয়ে ধনী প্রার্থী এই বিজেপি বিধায়ক।

Advertisement
আরও পড়ুন