ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
গন্তব্যে যাওয়ার জন্য অনলাইনে গাড়ি বুক করেছিলেন তরুণী। কোথায় যেতে হবে তার সঠিক ঠিকানাও দিয়েছিলেন তিনি। কিন্তু তরুণীর দাবি, প্রযুক্তিগত কোনও সমস্যার কারণে জিপিএস-এ সঠিক ঠিকানা দেখায়নি। গাড়ির চালককে আরও ১০০ মিটার পথ এগিয়ে যেতে বলেছিলেন তরুণী। চালকের দাবি, তাঁকে যে ঠিকানা দেখিয়েছে, তিনি সেই ঠিকানায় পৌঁছে গিয়েছেন। তবে, তরুণীর সঙ্গে গাড়ির চালকের কথোপকথন তর্কাতর্কির পর্যায়ে পৌঁছে যায়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘সনাতন_কন্নড়’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, গাড়ির চালকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন এক তরুণী। গাড়ির পিছনের আসনে বসে সেই ঘটনাটির ভিডিয়ো তুলছেন তিনি। গাড়ির চালক সেই তরুণীর সঙ্গে কন্নড় ভাষায় অনর্গল কথা বলে যাচ্ছিলেন। কিন্তু তরুণী তাঁর সঙ্গে হিন্দি ভাষায় তর্ক চালিয়ে যাচ্ছিলেন। তরুণীর দাবি, অনলাইনে গাড়ি বুক করার সময় গন্তব্যস্থলের সঠিক ঠিকানা দিয়েছিলেন। কিন্তু জিপিএস-এ সেই ঠিকানা নেয়নি।
তরুণী সে কারণে গাড়ির চালককে সঠিক ঠিকানায় পৌঁছে দিতে বলছিলেন। ১০০ মিটার পথ ঘুরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছিল চালককে। অন্য দিকে চালকের দাবি, তাঁকে অন্য ঠিকানায় যেতে গেলে ভাড়াও পরিবর্তন হয়ে যাবে। তরুণীকে সেই গাড়ির চালক জানালেন যে, মোট ১৯১ টাকা ভাড়া হয়েছে। ১০০ মিটার পথ যেতে হলে তাঁকে আবার ঘুরপথে যেতে হবে। তাতে গাড়ির ভাড়া বেশি পড়বে।
তরুণী হিন্দি ভাষায় কথা বললেও গাড়ির চালক তাঁর সঙ্গে কন্নড় ভাষায় কথা বলছিলেন। তা শুনে আরও খেপে যান তরুণী। গাড়ির চালককে রেগে গিয়ে বলেন, ‘‘১৯১ টাকা নিয়ে আমি বড়লোক হয়ে যাব না। আমি আপনাকে ৫০০ টাকাও দিতে পারি।’’ তরুণীর সঙ্গে ঝগড়ার পর সেই ঘুরপথেই সঠিক ঠিকানায় তাঁকে পৌঁছে দিলেন গাড়ির চালক।
গাড়ির ভাড়া বেড়ে হল ৫৫০ টাকা। ১০০ মিটার পথ যাওয়ার জন্য ৩৫৯ টাকা অতিরিক্ত ভাড়া দিলেন তরুণী। তবে ভিডিয়োটি ছড়িয়ে যাওয়ার পর নেটপাড়ার একাংশের কাছে কটাক্ষের শিকার হয়েছেন তরুণী। এক নেটাগরিক লিখেছেন, ‘‘অনেক সময় জিপিএস সঠিক ঠিকানা নেয় না। কিন্তু গাড়ির চালককে ভাল ভাবে অনুরোধ করলে তিনি সেখানে পৌঁছে দেন। এত তর্কাতর্কি হয় না। চালকের সঙ্গে এমন রূঢ় আচরণ করা ঠিক হয়নি।’’