ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
কয়েক মাস আগে জমি কিনে সেখানে নির্মাণকাজ শুরু করেছিলেন তরুণ। কিন্তু মাসখানেক আগে কর্তৃপক্ষের তরফে সেই নির্মাণ ভেঙে দেওয়া হয়। তা দেখে রেগে আগুন হয়ে যান তরুণ। তরুণের ধারণা, তাঁর পরিচিত এক ব্যক্তি কর্তৃপক্ষের কাছে তাঁর বিরুদ্ধে নালিশ জানিয়েছিলেন। সে কারণেই কর্তৃপক্ষের নজরে পড়েছিল জমির উপর। রাগের বশে দলবল নিয়ে গিয়ে সেই ব্যক্তিকে মাঝরাস্তায় মারধর করতে শুরু করেন তরুণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি শুক্রবার সকালে দক্ষিণ-পূর্ব দিল্লির আলীগাঁও এলাকায় ঘটেছে। পুলিশ সূত্রে খবর, সেই তরুণের নাম মোহিত। তিনি যে প্রৌঢ়কে মারধর করছিলেন তাঁর নাম রঘুরাজ। জমির কারণে রঘুরাজের উপর রাগ জন্মায় মোহিতের। পুলিশ সূত্রে খবর, এক জায়গায় জমি কিনে সেখানে নির্মাণকাজ শুরু করেছিলেন মোহিত। কিন্তু মাসখানেক আগে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (ডিডিএ)-র তরফে সেই নির্মাণকাজ ভেঙে দেওয়া হয়।
কর্তৃপক্ষের দাবি, জমি কিনে বেআইনি ভাবে নির্মাণকার্য করা হয়েছে। মোহিতের ধারণা, কর্তৃপক্ষের কাছে মোহিতের বিরুদ্ধে নালিশ জানিয়েছিলেন রঘুরাজ। সে কারণে মোহিতের কেনা জমির উপর নজর পড়ে কর্তৃপক্ষের।
শুক্রবার গাড়ি চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন রঘুরাজ। সেই সময় রাস্তায় দলবল নিয়ে হাজির হন মোহিত। গাড়ি থেকে রঘুরাজকে টেনে নামিয়ে, রাস্তায় ফেলে তাঁকে লাঠি দিয়ে মারতে শুরু করেন মোহিত। পথচারীরা সেই অশান্তি থামানোর চেষ্টা করলেও তাতে কর্ণপাত করলেন না মোহিত। লাঠি দিয়ে ক্রমাগত রঘুরাজকে পিটিয়ে চললেন তিনি। নিকটবর্তী থানায় মোহিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মোহিত এবং তাঁর সঙ্গীরা পলাতক। তাঁদের গ্রেফতারির জন্য তদন্তে নেমেছে পুলিশ।