ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ছুটির দিনে বহুতলের কচিকাঁচারা একসঙ্গে খেলতে বেরিয়েছে। সকলের মনেই এক রকম ‘বীরপুরুষ’ ভাব। নিজেদের সাহসিকতার প্রমাণ দিতে তাই বহুতলের ছাদে উঠে পড়ল তারা। ছাদের রেলিং থেকে লাফ দিয়ে সেই উঁচু আবাসনের কার্নিশে দাঁড়িয়ে ‘কেরামতি’ দেখাতে শুরু করল তারা। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘লীলাধরমিল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বহুতলের ছাদে উঠে পড়েছে তিন জন খুদে। ছাদের রেলিং থেকে লাফ দিয়ে কার্নিশে নামে তারা। তার পর কার্নিশ বেয়ে তিন জনেই নীচের দিকে নামতে থাকে। বিপরীত দিকের একটি বহুতল থেকে এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন এক প্রত্যক্ষদর্শী। তবে তিন জন খুদে তাদের এই ‘দুঃসাহসিক অভিযান’ বেশি ক্ষণ চালাতে পারে না। তাদের এমন বিপজ্জনক পরিস্থিতিতে দেখে এক ব্যক্তি ধমক দিয়ে ওঠেন। বকা খেয়ে সঙ্গে সঙ্গে ছাদের উপর লাফ দিয়ে নেমে যায় তারা।
ছাদে নামার পর আর কোনও অপেক্ষা না করে সেখান থেকে দৌড় দেয় তিন জন। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে অধিকাংশ নেটব্যবহারকারীদের মনে ভয়ের উদ্রেক হয়েছে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘আমার আট বছরের এক সন্তান রয়েছে। এই ভিডিয়োটি দেখে আমার খুব ভয় লাগছে। আমার মনে হয়, ভিডিয়োটি প্রমাণস্বরূপ তাদের বাবা-মায়েদের দেখানো প্রয়োজন। খেলতে গিয়ে যে কোনও মুহূর্তে বড় বিপদ হতে পারত।’’