Viral Video

একটি গোখরোকে খাচ্ছে অন্য গোখরো! ‘নুড্‌লসের মতো’ সমগোত্রীয় ‘ভাই’কে গিলে নিল সে, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি লোহার কাঠামো থেকে ঝুলছে বিশাল এক বিষাক্ত গোখরো। তার মুখে ধরা অন্য একটি সাপ। ধীরে ধীরে সেই সাপটিকে জ্যান্ত গিলে নিচ্ছে গোখরোটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৫ ১৭:৫৫
Video of cobra eating another snake goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

কথায় আছে বাঘ বাঘের মাংস খায় না। তবে সাপ কিন্তু সাপের মাংস খায়। গোটা গিলে খায় সমগোত্রীয়কে। অতীতে বহু বার সেই ঘটনার নজির দেখা গিয়েছে। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয় আবার সেই ঘটনা চাক্ষুষ করেছেন নেটাগরিকেরা। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে কী ভাবে শূন্যে থাকা অবস্থাতেই একটি গোখরোকে গিলে নিল অন্য একটি গোখরো। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি লোহার কাঠামো থেকে ঝুলছে বিশাল এক বিষাক্ত গোখরো। তার মুখে ধরা অন্য একটি সাপ। ধীরে ধীরে সেই সাপটিকে জ্যান্ত গিলে নিচ্ছে গোখরোটি। অনেক ক্ষণ ধরে সমগোত্রীয় ‘ভাই’কে গলাঃধকরণ করে সে। নীচে থেকে ভয়ঙ্কর সেই ভিডিয়োটি এক জন ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গোখরো যে সাপটিকে খাচ্ছিল সেটিও একটি গোখরো।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নেচার ইজ় অ্যামেজিং’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। সাড়ে তিন লক্ষের বেশি মানুষ দেখেছেন সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। অনেকে আবার মজার মজার মন্তব্যও করেছেন। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘কী ভয়ঙ্কর দৃশ্য! সাপ যে সাপ খায়, তা জানতামই না। সত্যিই ভয় পেলাম।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘প্রকৃতি খুবই নিষ্ঠুর। বেঁচে থাকা কেবল যোগ্যতমের পক্ষেই সম্ভব।’’ তৃতীয় জন লিখেছেন, ‘‘কেমন নুড্‌লসের মতো একটি গোখরোকে খাচ্ছে অন্য গোখরো।’’

Advertisement
আরও পড়ুন