ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সমুদ্রসৈকতের ধারে বসে কেউ গল্প করছেন, কেউ আবার হাঁটতে বেরিয়েছেন। হঠাৎ সমুদ্রের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেলেন তাঁরা। মুম্বইয়ের সমুদ্রে খেলে বেড়াচ্ছে ডলফিনের দল। সমুদ্রসৈকতের খুব কাছাকাছি এসে পড়েছে তারা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘সাভিনচৌহান’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ডলফিনের একটি দল সমুদ্রসৈকতের কাছে ঘোরাফেরা করছে। মুম্বইয়ের ওরলি সমুদ্রসৈকতে এই ঘটনাটি ঘটেছে বলে অধিকাংশ স্থানীয়ের দাবি। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই অবাক হয়ে গিয়েছেন নেটপাড়ার অনেকে। মুম্বইয়ের বাসিন্দারা যে এত কাছ থেকে ডলফিন দেখতে পেয়েছেন, তা জেনে আনন্দ প্রকাশ করেছেন অনেকে।
মুম্বইয়ের বাসিন্দাদের দাবি, পাঁচ বছর আগে কোভিড অতিমারির সময় মুম্বইয়ের সমুদ্রসৈকতে শেষ বার ডলফিনের দেখা মিলেছিল। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘এই ধরনের বিস্ময়কর ঘটনার সাক্ষী থাকাই ভাগ্যের ব্যাপার। লোকে ডলফিন দেখার জন্য কত গভীর সমুদ্রে যান। ভিডিয়োটি দেখে মন ভরে গেল।’’ আবার এক জন ভিডিয়োটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে লিখেছেন, ‘‘চারদিকে শুধু জল আর জল। পাখি উড়ে যাচ্ছে। তার মধ্যেই ডলফিনগুলো লাফিয়ে লাফিয়ে সাঁতার কাটছে। এর চেয়ে মনোমুগ্ধকর দৃশ্য আর কী হতে পারে!’’