viral video

সম্মুখসমরে দুই চির প্রতিদ্বন্দ্বী, মাথা লক্ষ করে বেজি দিল মরণ-কামড়! কী দশা হল শত্রু সাপের?

ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ফাঁকা জায়গায় মুখোমুখি হয়েছে দুই প্রতিপক্ষ। আক্রমণের জন্য মাথা তুলতেই সাপটিকে কোনও সুযোগ দেয়নি নেউল। এক ঝটকায় সাপের মুখ লক্ষ্য করে কামড় বসিয়ে দেয় প্রাণীটি। মোক্ষম কামড় খেতেই ছটফট করে ওঠে সরীসৃপটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মে ২০২৫ ১০:৪২
fight between snake and mongoose

ছবি: এক্স থেকে নেওয়া।

কারওর সঙ্গে শত্রুতার সম্পর্ক বোঝাতে যে প্রবাদটা সকলের আগে মাথায় আসে সেটি হল অহি-নকুল বা সাপ-নেউলের সম্পর্ক। এই দুটি প্রাণীর মুখোমুখি দেখা হলে রক্ষে নেই। ধুন্ধুমার লড়াই অনিবার্য। কখনও সেই লড়াইয়ে জেতে সাপ, কখনও নকুল। দু’জনেই সমানতালে লড়াই চালিয়ে যেতে ওস্তাদ। তেমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। ইনস্টাগ্রামের একটি অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। সাপ, নেউলের চিরাচরিত শত্রুতার ছবি ধরা পড়েছে একটি ভিডিয়োয়। যদিও সেই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ফাঁকা জায়গায় মুখোমুখি হয়েছে দুই প্রতিপক্ষ। আক্রমণের জন্য মাথা তুলতেই সাপটিকে কোনও সুযোগ দেয়নি নেউল। এক ঝটকায় সাপের মুখ লক্ষ্য করে কামড় বসিয়ে দেয় প্রাণীটি। মোক্ষম কামড় খেতেই ছটফট করে ওঠে সরীসৃপটি। লেজ দিয়ে ঝাপটা মারার চেষ্টা করলেও সেই চেষ্টা সফল হয়নি। পা দিয়ে সাপের শরীরকে মাটিতে চেপে রাখে নেউলটি। বিপক্ষের শারীরিক ক্ষমতার কাছে হার মানে সাপটি। সাপের মুখ কামড়ে তাকে হারিয়ে দেয় পরাক্রমী নেউল। সাপের মুখে মরণ-কামড় দিয়ে মাটিতে গড়াগড়ি খেতে থাকে নেউলটি।

ভয়ঙ্কর সেই যুদ্ধের ভিডিয়ো দেখে আঁতকে উঠেছেন নেটাগরিকেরা। কয়েক মাস আগে পোস্ট করা ভিডিয়োটি সমাজমাধ্যম ব্যবহারকারীদের নজর কেড়েছে। ভিডিয়োটি কয়েক লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। প্রায় ৩৪ হাজারের বেশি লাইক জমা পড়েছে ভিডিয়োটিতে।

Advertisement
আরও পড়ুন