Viral Video

পুণেগামী বিমানে বিপত্তি, মাঝ-আকাশে জানলার ফ্রেম গেল খুলে! যাত্রীর তোলা ভিডিয়ো ভাইরাল হতেই ছড়াল আতঙ্ক

গোয়ার বিমানবন্দর থেকে পুণেতে উড়ে যাচ্ছিল বিমানটি। উড়ানের সময় মাঝ-আকাশে জানলার ফ্রেমটি আলগা ভাবে খুলে যায়। তবে বিমানকর্মীরা আশ্বাস দেন যে, তার ফলে বিমানযাত্রীদের কোনও অসুবিধা হবে না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১৪:৩২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

গোয়ার বিমানবন্দর থেকে পুণের উদ্দেশে উড়ান দিয়েছিল বিমান। কিন্তু মাঝ-আকাশে সেই বিমানের একটি জানলার ফ্রেম যায় খুলে। বিমানের ভিতরের দিকে সেই জানলার ফ্রেমটি খুলে আলগা ভাবে লেগে থাকে। তা দেখেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। এক বিমানযাত্রী এই ঘটনাটির ভিডিয়ো করলে তা সমাজমাধ্যমের পাতায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘দিবেক ফওগত’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বিমানের ভিতরের দিকে জানলার ফ্রেমটি খুলে গিয়ে আলগা ভাবে ঝুলে পড়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি মঙ্গলবার স্পাইসজেটের এসজি১০৮০ বিমানের ভিতর ঘটেছে। গোয়ার বিমানবন্দর থেকে পুণেতে উড়ে যাচ্ছিল বিমানটি।

উড়ানের সময় মাঝ-আকাশে জানলার ফ্রেমটি আলগা ভাবে খুলে যায়। তবে বিমানকর্মীরা আশ্বাস দেন যে, তার ফলে বিমানযাত্রীদের কোনও অসুবিধা হবে না। পুণের বিমানবন্দরে নেমে ফ্রেমটি মেরামত করা হয়। পরে এই ঘটনার উল্লেখ করে বিমান সংস্থার তরফে বলা হয় যে, পুণেগামী বিমানে জানলার যে ফ্রেমটি আলগা হয়ে পড়েছিল তার ফলে যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কথা নয়।

আসলে, ওই ফ্রেমগুলি বিমানের গঠনের সময় তৈরি হয় না। জানলার উপর এমন একাধিক মোটা ফ্রেম লাগানো থাকে। এই ফ্রেমটিও তেমন ভাবেই উপর থেকেই আলাদা ভাবে লাগানো। তাই ফ্রেমটি খুলে যাওয়ার ফলে বিমানযাত্রীদের কোনও রকম অসুবিধা হয় না। পুণের বিমানবন্দরে নেমে যে মেরামতির ব্যবস্থা করা হয়েছিল তা-ও জানিয়েছে বিমান সংস্থা।

Advertisement
আরও পড়ুন