Viral Video

বিয়ের আনন্দে আত্মহারা! কনেকে তুলে নাচতে গিয়ে জনসমক্ষে প্যান্ট ছিঁড়ল বরের, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিয়ে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের হলে নাচ করছেন নববর এবং বধূ। দু’জনের পরনেই পশ্চিমি পোশাক। তাঁদের ঘিরে আত্মীয়েরা হইহুল্লোড় করছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩৫
Video of groom’s pant torn apart while dancing with groom

ছবি: ইনস্টাগ্রাম।

বিয়ে হওয়ার আনন্দে আত্মহারা। নববধূর সঙ্গে নাচতে নাচতে জনসমক্ষে প্যান্টই ছিঁড়ে ফেললেন বর! লজ্জাও পেলেন। লজ্জা নিবারণে এগিয়ে এলেন তাঁর বন্ধুরা। এমনই একটি মজার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের হলে নাচছেন নবদম্পতি। দু’জনের পরনেই পশ্চিমি পোশাক। তাঁদের ঘিরে আত্মীয়েরা হইহুল্লোড় করছেন। হাততালি দিচ্ছেন কেউ কেউ। নাচতে নাচতে আনন্দে পাত্রীকে কোলে তুলে নিলেন পাত্র। আর তখনই বিপত্তি ঘটে। জনসমক্ষে তাঁর প্যান্ট পিছনের দিকে ফরফর করে ছিঁড়ে যায়। লজ্জায় পড়ে যান তিনি। দৌড়ে বন্ধুদের দিকে এগিয়ে যান। বন্ধুরা পোশাক দিয়ে ঢেকে তাঁর লজ্জা নিবারণ করেন। অন্য দিকে, বরের প্যান্ট ছিঁড়ে গিয়েছে শুনে হাসতে শুরু করেন কনে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সেবা_ক্যান১১১’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক-কমেন্টের ঝড় বয়ে গিয়েছে। নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। এক জন লিখেছেন, ‘‘আঁটসাঁট পোশাক পরে নাচার কী দরকার? বিয়ের দিন শুধু শুধু হাসির খোরাকে পরিণত হতে হল।’’

Advertisement
আরও পড়ুন