Viral Video

গন্তব্যে পৌঁছোতে দেরি! অনলাইনে বাইক বুক করলেন ‘হনুমান’, গদা তুলে চালককে দিলেন নির্দেশও, ভাইরাল ভিডিয়ো

এক ব্যক্তি হনুমানের পোশাক পরে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। ঝকমকে পোশাকের সঙ্গে হনুমানের মুখোশ পরে কারও জন্য অপেক্ষা করছেন। পোশাকের পিছনে আবার নকল লেজ লাগিয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১৬:৪৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

হাতে গদা, মাথায় মুকুট। রাস্তার ধারে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে এ দিক-ও দিক দেখছেন ‘হনুমান’। তাঁর সামনে একটি বাইক এসে দাঁড়াতেই পিছনের আসনে চেপে বসলেন। তার পর হাতের গদা তুলে বাইকচালককে নির্দেশ দিতে শুরু করলেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘সোয়াটক্যাট’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক ব্যক্তি হনুমানের পোশাক পরে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। ঝকমকে পোশাকের সঙ্গে হনুমানের মুখোশ পরে কারও জন্য অপেক্ষা করছেন। পোশাকের পিছনে আবার নকল লেজ লাগিয়েছেন। হাতে ধরে রয়েছেন গদা।

ওই ব্যক্তির সামনে একটি বাইক দাঁড়াতেই পিছনের আসনে চেপে বসলেন তিনি। তার পর গদা তুলে এগিয়ে যাওয়ার নির্দেশ দিলেন বাইকচালককে। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। নেটাগরিকদের অধিকাংশের দাবি, দশেরার অনুষ্ঠানে হনুমানের চরিত্রে অভিনয় করেছিলেন সেই ব্যক্তি।

গন্তব্যস্থলে নির্দিষ্ট সময়ে পৌঁছোনোর জন্য অনলাইনে বাইক বুক করেছিলেন তিনি। ভিডিয়োটি দেখে এক জন নেটব্যবহারকারী মজা করে লিখেছেন, ‘‘আবার বাইক বুক করার কী দরকার ছিল? হনুমান তো উড়েই চলে য‌েতে পারত!’’

Advertisement
আরও পড়ুন