Viral Video

চালকের আসনে বসে রয়েছে হাস্কি! মাঝরাস্তায় থমকে গেল মুম্বইয়ের ট্রাফিক, ভিডিয়ো ভাইরাল

মাঝরাস্তায় এ ভাবে গাড়ি থামিয়ে রেখে অন্যদের অসুবিধা করছেন কেন তা জিজ্ঞাসা করতে গাড়ির চালকের সঙ্গে কথা বলতে গেলেন বাসের কন্ডাক্টর-সহ অন্য পথচারীরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১২:৫৭

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

অফিসের ব্যস্ত সময়ে রাস্তায় গাড়িঘোড়া ছুটে চলেছে। কিন্তু সেই ব্যস্ত সময়ে হঠাৎ থমকে যায় মুম্বইয়ের রাস্তাঘাট। রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একটি লাল গাড়িকে। ট্রাফিক সিগনাল লাল থেকে সবুজ হয়ে গেলেও লাল গাড়িটির কোনও নড়নচড়ন নেই। দেরি হওয়ার কারণে রেগে যান পথচারীরা। কেউ কেউ আবার চালকের সঙ্গে বোঝাপড়া করতে গাড়ির সামনে এগিয়ে যান।

Advertisement

চালকের আসনের সামনে দাঁড়িয়ে চমকে যান তাঁরা। সেখানে তো মানুষের কোনও চিহ্ন নেই। বরং চালকের আসনে বসে থাকতে দেখা গেল সাইবেরিয়ান হাস্কি প্রজাতির একটি কুকুরকে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘অফিসিয়াল_অভিনব’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি লাল গাড়ি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। গাড়ির পিছনে অন্য বাস-গাড়ি-অটো সব দাঁড়িয়ে পড়েছে। মাঝরাস্তায় এ ভাবে গাড়ি থামিয়ে রেখে অন্যদের অসুবিধা করছেন কেন তা জিজ্ঞাসা করতে গাড়ির চালকের সঙ্গে কথা বলতে গেলেন বাসের কন্ডাক্টর-সহ অন্য পথচারীরা।

কিন্তু গাড়ির সামনে গিয়ে অবাক হয়ে যান তাঁরা। চালকের আসনে বসে রয়েছে একটি সাইবেরিয়ান হাস্কি। সম্প্রতি এই ঘটনাটি মুম্বইয়ের লোখন্ডওয়ালা মার্কেটের সামনে ঘটেছে। পোষ্য কুকুরকে চালকের আসনে বসিয়ে তার মালিক অন্য কোথাও চলে গিয়েছে। মাঝরাস্তায় গাড়ি থামিয়ে রাখার কারণে জ্যাম হয়ে গিয়েছে রাস্তায়।

Advertisement
আরও পড়ুন