Viral Video

খেলা দেখতে ভিড় জমাচ্ছে ‘দর্শক’! মাঠে একদল ক্যাঙারু দেখে অবাক তরুণী, ভাইরাল ভিডিয়ো

এক তরুণী গল্‌ফ খেলবেন বলে স্টিক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। দূর থেকে লাফাতে লাফাতে গল্‌ফ কোর্টে ঢুকে পড়ল একদল ক্যাঙারু। ধীরে ধীরে লাফ দিয়ে তরুণীর সামনে এসে একে একে দাঁড়িয়ে পড়ল তারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ১০:৫৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

আকাশে হালকা মেঘ জমেছে। আবহাওয়াও বেশ মনোরম। এই সুযোগ আর হাতছাড়া করেননি তরুণী। বৃষ্টি নামার আগে গল্‌ফ স্টিক হাতে নিয়ে গল্‌ফ কোর্টে নেমে পড়েছেন তিনি। গর্তে বল টিপ করে মারার প্রস্তুতি নিচ্ছেন তরুণী। ঠিক সেই মুহূর্তে থেমে গেলেন তিনি। দূর থেকে মাঠের দিকে লাফিয়ে লাফিয়ে আসছে একদল ক্যাঙারু। লাফাতে লাফাতে একেবারে তরুণীর সামনে গিয়ে দল বেঁধে দাঁড়িয়ে পড়ল তারা। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘এলিটগল্‌ফ.টিপ্‌স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী গল্‌ফ খেলবেন বলে স্টিক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। দূর থেকে লাফাতে লাফাতে গল্‌ফ কোর্টে ঢুকে পড়ল একদল ক্যাঙারু। ধীরে ধীরে লাফ দিয়ে তরুণীর সামনে এসে একে একে দাঁড়িয়ে পড়ল তারা। ক্যাঙারু দেখে অবাক হয়ে গেলেন তরুণী।

তাঁর সামনে ক্যাঙারুরা এমন ভাবে দাঁড়িয়ে পড়ল যেন, তরুণীর খেলা দেখার জন্যই তারা অপেক্ষা করছে। কিছু ক্ষণ পর আবার লাফাতে লাফাতে সেখান থেকে দূরে চলে গেল তারা। ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, এই ঘটনাটি অস্ট্রেলিয়ায় ঘটেছে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘অস্ট্রেলিয়ার রাস্তাঘাটে ক্যাঙারুর দেখা পাওয়া খুব একটা বিরল নয়। তবে একসঙ্গে এত ক্যাঙারু দেখলে আমি সত্যিই ভয় পেয়ে যেতাম।’’

Advertisement
আরও পড়ুন