Viral Video

হোটেলের কামরার বাইরে বিশাল বিশাল শঙ্খচূড়! ভিডিয়ো পোস্ট করে যুবক লিখলেন, ‘ভয়ে কাঁপছি’

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘুম থেকে উঠে হোটেলের কামরায় সন্ত্রস্ত অবস্থায় পায়চারি করছেন এক বিদেশি যুবক। হোটেলের এক তলায় ঘর ভাড়া করেছিলেন তিনি। ভিডিয়োয় যুবক জানান, তাঁর হাত ভয়ে কাঁপছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ১৬:২৯
Video of king cobras roaming outside tourist’s hotel room

ছবি: ইনস্টাগ্রাম।

হোটেলের কামরার বাইরে ঘুরে বেড়াচ্ছে একাধিক শঙ্খচূড়! বিষধর সাপগুলির ভয়ে কিছুতেই বাইরে বেরোতে পারছেন না তিনি। তাইল্যান্ডে ঘুরতে গিয়ে তেমনই অভিজ্ঞতা হল এক বিদেশি পর্যটকের। তাঁর কামরার বাইরে শঙ্খচূড় ঘুরে বেড়ানোর ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে পোস্ট করেছেন ওই যুবক। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘুম থেকে উঠে হোটেলের কামরায় সন্ত্রস্ত অবস্থায় পায়চারি করছেন এক বিদেশি যুবক। হোটেলের এক তলায় ঘর ভাড়া করেছিলেন তিনি। ভিডিয়োয় যুবক জানান, তাঁর হাত ভয়ে কাঁপছে। কারণ, হোটেলে তাঁর কামরার বাইরের বাগানে একাধিক ভয়ঙ্কর শঙ্খচূড় ঘুরে বেড়াচ্ছে। এ বার ফোনের ক্যামেরা বাগানের দিকে ঘুরিয়ে যুবক দেখান তাঁর কামরার বাইরে চারটি শঙ্খচূড় ঘুরে বেড়াচ্ছে। সেগুলির আকারও বিশাল। যুবক জানান, কামরার বাইরে যেতে ভয় পাচ্ছেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘তাইল্যান্ড_টিএইচবি’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক পড়েছে হাজার হাজার। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার উদ্বেগও প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘শঙ্খচূড়!! ওদের কাছে যাবেন না। ওরা যতটা সুন্দর, ততটাই মারাত্মক। আপনার ছুটি ভাল কাটুক।”

Advertisement
আরও পড়ুন