Viral Video

‘পার্লারে যাওয়ার সময় কোথায়?’ গা এলিয়ে গাছের ডালেই নখে ধার দিচ্ছে চিতাবাঘ, ভাইরাল ভিডিয়ো

জলাশয়ের ধারে একটি ভাঙা গাছের ডালের উপর সামনের দুই পা তুলে রেখেছে একটি চিতাবাঘ। অদূরেই অন্য একটি চিতাবাঘ বসে বিশ্রাম নিচ্ছে। কিন্তু সঙ্গীর দিকে খেয়াল নেই তার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ১৫:২৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জলাশয়ের ধারে শুয়ে রয়েছে একটি চিতাবাঘ। কিন্তু তার বন্ধুটি খুবই ব্যস্ত। বিশ্রাম নিয়ে সময় নষ্ট করতে চায় না সে। তাই অবসর পেয়েই কাজ করতে শুরু করে দিয়েছে চিতাবাঘটি। জলাশয় থেকে মাথা-তোলা গাছের ভাঙা ডাল নিয়ে সে ব্যস্ত। সেই ডালে থাবা ঘষে নখে ধার দিচ্ছে সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘পান্টানালব্লগ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জলাশয়ের ধারে একটি ভাঙা গাছের ডালের উপর সামনের দুই পা তুলে রেখেছে একটি চিতাবাঘ। অদূরেই অন্য একটি চিতাবাঘ বসে বিশ্রাম নিচ্ছে। কিন্তু সঙ্গীর দিকে খেয়াল নেই তার।

গাছের ডাল নিয়েই ব্যস্ত রয়েছে চিতাবাঘটি। প্রথমে গাছের ডালে দুই পা রেখে আড়মোড়া ভাঙল সে। তার পর গাছের ডালে থাবা ঘষতে দেখা গেল তাকে। আসলে, গাছের ডালে বার বার ঘষে নখগুলিতে ধার দিচ্ছিল চিতাবাঘটি। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে সমাজমাধ্যমের পাতায় হাসির বন্যা বয়ে গিয়েছে। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘চিতাবাঘটির পার্লারে যাওয়ার সময় নেই। তাই গাছের ডালে ঘষেই নখে ধার দিচ্ছে।’’

Advertisement
আরও পড়ুন