viral video

বিশাল উঁচু ক্রেন থেকে ঝাঁপিয়ে বাতাসে ভেসে ভেসে দোল খেলেন তরুণ! আতঙ্কে কেঁপে উঠলেন দর্শক

এক ব্যক্তিকে একটি বহুতল ভবনের ক্রেন থেকে ঝুলতে দেখে বহু মানুষ এলাকায় জড়ো হয়ে যান। ৪২ সেকেন্ডের সেই ভিডিয়ো দেখে হাড় হিম হওয়ার দশা দর্শকের। যে কোনও মুহূর্তে দড়ি থেকে পড়ে গিয়ে মারা যেতে পারতেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১১:৫২
man was seen swinging from a construction crane

ছবি: সংগৃহীত।

আকাশচুম্বী নির্মীয়মাণ বহুতলের ক্রেনের দড়ি থেকে দোলনার মতো ঝুললেন এক তরুণ। অন্য একটি বহুতলের থেকে তোলা একটি ভিডিয়োয় ধরা পড়েছে সেই দৃশ্যটি। ক্রেন বেয়ে উঠে সেই ব্যক্তি বিপজ্জনক ভাবে সামনের মোটা তার বা দড়ি ধরে দোল খেতে শুরু করেন। ঘটনার ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল এই ভিডিয়ো দেখে আঁতকে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। সংবাদমাধ্যম সূত্রে খবর, টেক্সাসের অস্টিনের শহরতলিতে ঘটেছে ঘটনাটি। ঠিক কবে এই ঘটনাটি ঘটেছে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। ওই ব্যক্তিকে একটি বহুতল ভবনের ক্রেন থেকে ঝুলতে দেখে বহু মানুষ এলাকায় জড়ো হয়ে যান। ৪২ সেকেন্ডের সেই ভিডিয়ো দেখে হাড় হিম হওয়ার দশা দর্শকের। যে কোনও মুহূর্তে দড়ি থেকে পড়ে গিয়ে মারা যেতে পারতেন তিনি। এই ঘটনা দেখে স্থানীয়েরা পুলিশকে খবর দেয়। পুলিশ আসতেই তিনি দড়ি বেয়ে উঠে আবার ক্রেনের মধ্যে ফেরত চলে আসেন। ভিডিয়োয় দেখা গিয়েছে ওই তরুণ ক্রেনের ভিতরে ফিরে আসছেন। পুলিশ ক্রেনের সিঁড়ি বেয়ে ভবনে প্রবেশ করার আগেই এলাকাটি খালি করে ফেলে।

এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলেই জানা গিয়েছে। ‘কলিন রাগ’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি এখনও পর্যন্ত ৩০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে।

Advertisement
আরও পড়ুন