ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
মাঠে দাঁড়িয়ে আখ খাচ্ছিল মা হাতি। কিন্তু সন্তানের ঠেলায় কি একা খাওয়ার জো রয়েছে! একা একা মাকে শান্তিতে খেতে দিচ্ছিল না তার ছানা। তাই নিজের মুখের খাবার ভেঙে আগে সন্তানকেই দিল সে। তার পর ভাঙা আখের টুকরোটি নিজে চিবিয়ে চিবিয়ে খেল মা হাতি। মায়ের খাবারে ভাগ বসিয়ে আর আনন্দ ধরে না হস্তীশাবকের। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘এলিফ্যান্টরেসকিউয়ার্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক স্ত্রী হাতি মাঠের মাঝে দাঁড়িয়ে আখ চিবোচ্ছে। তার পাশেই দাঁড়িয়েছিল হাতিটির শাবক। মাকে একা একা আখ খেতে দিতে কিছুতেই রাজি নয় সে। মা হাতিটি যখনই মুখে আখ ভরল, ঠিক তখনই মায়ের মুখে নিজের শুঁড় ঢুকিয়ে ফেলল হস্তীশাবক। তারও আখের ভাগ চাই।
সন্তানের আবদার মেটাতে নিজের মুখ থেকে খাবার বার করে দিল মা হাতি। তার পর মাটিতে আখটি রেখে তার উপর একটি পা চাপিয়ে দিল হাতিটি। আখের গোড়াটি শুঁড়ে পেঁচিয়ে সেখান থেকে ছোট একটি টুকরো ভেঙে ফেলল সে। তার পর ছোট টুকরোটি শাবককে দিয়ে বাকিটুকু নিজের মুখে ভরে দিল মা হাতি।
মায়ের খাবারে ভাগ বসিয়ে ভারী আনন্দ হল হাতির ছানার। শুঁড়ে পেঁচিয়ে তা মুখে ভরে মনের আনন্দে চিবোতে শুরু করল সে। ভিডিয়োটি দেখে হাসির রোল উঠল নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘নরম শুঁড় দিয়ে আখ ভাঙতে পারবে না বলে মায়ের মুখের খাবার চাইল হাতির ছানাটি। কী সুন্দর আয়েশ করে খাচ্ছে সে!’’