Viral Video

মদ খেয়ে কেউ শুয়ে পড়েছেন রাস্তায়, কেউ জুড়েছেন কান্নাকাটি, মধ্যরাতে গুরুগ্রামের বর্ষবরণের ভিডিয়ো ভাইরাল

এক তরুণী তাঁর প্রেমিকের কাঁধে ভর দিয়ে কোনও মতে হেঁটে যাচ্ছেন। আবার কেউ কেউ পার্কিং লটেই বসে পড়েছেন। এক যুগল আবার ঝগড়া করে পরস্পরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ১৩:৩৭

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বর্ষবরণের রাতে বাড়িতে না কাটিয়ে প্রিয়জনদের সঙ্গে বাইরে ঘুরতে বেরিয়েছিলেন তরুণ-তরুণীরা। কিন্তু রাত বাড়তেই মদ্যপ অবস্থায় পানশালা থেকে বেরিয়ে যেতে দেখা গেল তাঁদের। কেউ মদ খেয়ে রাস্তার ধারে শুয়ে পড়েছেন, কেউ আবার বন্ধুকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘সুমিত’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী তাঁর প্রেমিকের কাঁধে ভর দিয়ে কোনও মতে হেঁটে যাচ্ছেন। আবার কেউ কেউ পার্কিং লটেই বসে পড়েছেন। এক যুগল আবার ঝগড়া করে পরস্পরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। কোনও কোনও তরুণী এত পরিমাণে মদ্যপান করেছেন যে, বন্ধুরা তাঁকে পানশালা থেকে ধরে বার করছেন। কেউ রাস্তার ধারে বসে বমি করছেন। কেউ আবার নেশায় চুর হয়ে রাস্তায় শুয়ে পড়েছেন।

এক তরুণকে দেখা গেল, তাঁর বন্ধুকে জড়িয়ে ধরে কান্নাকাটি জুড়ে দিয়েছেন। ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, এই ঘটনাটি বর্ষবরণের রাতে গুরুগ্রামের সেক্টর ২৯ এলাকায় ঘটেছে। ভিডিয়োটি দেখে তরুণ প্রজন্মের প্রতি ক্ষোভপ্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘বর্ষবরণের রাতে হইহুল্লোড় করা খারাপ নয়। কিন্তু অতিরিক্ত মদ্যপান করে শরীরের এই দশা করা একদমই অনুচিত।’’ আবার এক নেটাগরিকের কথায়, ‘‘এত রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরা খুবই বিপজ্জনক। আশা করি, তাঁরা পানশালা থেকে মদ খেয়ে বেরিয়ে নিজেরা গাড়ি চালাননি।’’

Advertisement
আরও পড়ুন