ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
দেওর ভারতীয়। কিন্তু বৌদি পোল্যান্ডের বাসিন্দা। ভাষা-সংস্কৃতির বৈসাদৃশ্য থাকলেও আনন্দের অনুষ্ঠানে মিশে গেলেন সকলে। দেওরের অনুষ্ঠানে লেহঙ্গা পরে হিন্দি গানে নেচে উঠলেন তিনি। তা-ও আবার অবিকল বলি অভিনেতা সলমন খানের ‘বৌদি’র মতো। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ইভেন্টঅ্যাডরপ্রোডাকশন্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, এক বিদেশিনি তাঁর দেওরের বিয়েতে নাচ করছেন। বরযাত্রী নিয়ে যাওয়ার সময় অতিথিদের সামনে লেহঙ্গা পরে হিন্দি গানে নাচ করছেন তিনি। সেই বিদেশিনি পোল্যান্ডের বাসিন্দা। দেওর ভারতীয় হলেও পাত্রী নেদারল্যান্ডের।
দেওরের বিয়েতে নাচ করার জন্য উপযুক্ত গানও বেছে নিয়েছিলেন বিদেশিনি। সলমন খান, মাধুরী দীক্ষিত অভিনীত ‘হম আপকে হ্যায় কৌন..!’ ছবিতে সলমনের বৌদির চরিত্রে অভিনয় করেছিলেন রেণুকা শহাণে। সেই ছবির ‘লো চলি মে আপনে দেবর কি বারাত লে কে’ গানের দৃশ্যে সলমন এবং মাধুরীর সঙ্গে নাচ করেছিলেন রেণুকা।
গানের বাংলা অর্থ করলে দাঁড়ায়, ‘আমার দেওরের বরযাত্রী নিয়ে চললাম আমি।’ এই হিন্দি গান চালিয়েই অবিকল রেণুকার মতো নাচ করলেন বিদেশিনি। ভিডিয়োটি দেখে তরুণীর প্রশংসায় ভরে উঠেছে নেটপাড়া। এক নেটাগরিক লিখেছেন, ‘‘কী সুন্দর অন্য ভাষার গানে নাচ করছেন! ভিডিয়োটি দেখে খুব ভাল লাগছে। বিদেশিনি খুব সুন্দর নেচেওছেন।’’