Viral Video

হাসপাতালে সদ্যোজাতের ওয়ার্ডে ঘোরাফেরা করছে ইঁদুর, খাবার মুখে খুঁজছে আশ্রয়, ভিডিয়ো ভাইরাল হতে বিতর্ক

মুখে খাবার নিয়ে কম্পিউটারের টেবিলে ঘোরাঘুরি করে বেড়াচ্ছে একটি ইঁদুর। কোনও কোণে ঢুকে নিশ্চিন্তে খাওয়াদাওয়া করতে চায় সে। কিছু ক্ষণ টেবিলের উপর ঘোরাঘুরি করার পর একটি কোণে ঢুকে পড়ল ইঁদুরটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

হাসপাতালে সদ্যোজাতদের যে ওয়ার্ডে রাখা হয়, সেই ওয়ার্ডের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে ইঁদুর। মুখে খাবার নিয়ে চারদিকে ঘুরে বেড়াচ্ছে সে। দৌড়োদৌড়ির পর একটি কোণে খাবার নিয়ে ঢুকে পড়তে দেখা গেল ইঁদুরটিকে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘সিরাজ নুরানি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মুখে খাবার নিয়ে কম্পিউটারের টেবিলে ঘোরাঘুরি করে বেড়াচ্ছে একটি ইঁদুর। কোনও কোণে ঢুকে নিশ্চিন্তে খাওয়াদাওয়া করতে চায় সে। কিছু ক্ষণ টেবিলের উপর ঘোরাঘুরি করার পর একটি কোণে ঢুকে পড়ল ইঁদুরটি। সম্প্রতি এই ঘটনাটি মধ্যপ্রদেশের সাতনার এক সরকারি হাসপাতালের সদ্যোজাতদের ওয়ার্ডে ঘটেছে।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে ইনদওরের এক হাসপাতালে ইঁদুরের কামড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। কয়েক দিন আগে জবলপুরের এক হাসপাতালের ভিতরেও ইঁদুর ঘুরে বেড়ানোর ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল। তার পর আবার এই ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই ক্ষোভে ফেটে পড়েছেন। এক জন লিখেছেন, ‘‘হাসপাতালের এই পরিস্থিতি দেখে কর্তৃপক্ষের দ্রুত কোনও পদক্ষেপ করা প্রয়োজন। হাসপাতালে এমন অবস্থা হলে রোগীরা কোথায় নিরাপদে চিকিৎসা পাবেন?’’

Advertisement
আরও পড়ুন