ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
শুঁড় তুলে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে দুই খুদে হাতি। ধীরে ধীরে শুঁড় উঠিয়ে মুখটুকু কাছাকাছি নিয়ে যাচ্ছে তারা। তার পর জিভ দিয়ে ঠোঁট টেনে চুমুতে ডুবে গেল হাতি দু’টি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে যা দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছে নেটপাড়া।
সুশান্ত নন্দ নামে এক প্রাক্তন আইএফএস আধিকারিক তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, দু’টি হাতি শুঁড় তুলে একে অপরকে চুমু খাচ্ছে। এক হাতি তার ঠোঁট দিয়ে অন্য হাতির ঠোঁট চেপে ধরেছে। আদর করতে তারা এতই মশগুল হয়ে রয়েছে যে, আর ছাড়ার নামগন্ধ করছে না হাতি দু’টি।
সুশান্ত ভিডিয়োটি পোস্ট করে জানিয়েছেন যে, সেই খুদে হাতি দু’টি ভাইবোন। ভালবেসে একে অপরকে চুমু খেয়ে আদর করছে তারা। তবে এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। ভিডিয়োটি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘এদের ভালবাসায় যে কত পবিত্রতা রয়েছে তা ভিডিয়োটি দেখলেই বোঝা যায়। খুব মিষ্টি।’’ আবার এক জন লিখেছেন, ‘‘বাচ্চা হাতি দু’টিকে দেখেই তো আদর করতে ইচ্ছা করছে। ভিডিয়োটি দেখে আমার মন ভাল হয়ে গেল।’’