Viral Video

অনলাইনে বান্ধবীর জন্য কেক অর্ডার দিয়ে পেলেন অদ্ভুত বার্তা! দেখে হেসে গড়িয়ে পড়লেন বন্ধুরা, ভিডিয়ো ভাইরাল

অনলাইনে কেক অর্ডার দেওয়ার সময় তরুণীর বন্ধুরা ঠিকানা লেখার সময় ‘ডেলিভারি ইনস্ট্রাকশন’-এ জানিয়ে দিয়েছিলেন যে, কেক ডেলিভারির সময় যেন নিরাপত্তারক্ষীর কাছে রেখে দেওয়া হয়। নির্দেশ মেনে সময়মতো নির্দিষ্ট ঠিকানায় কেক পৌঁছে যায়। বন্ধুদের উপহার পেয়ে চমকে যান তরুণী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ০৯:৪৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বান্ধবীর জন্মদিনে চমকে দিতে অনলাইনে কেক অর্ডার করেছিলেন বন্ধুরা। সময়মতো নির্দিষ্ট ঠিকানায় কেক আসার পর বান্ধবী চমকে গেলেন ঠিকই। কিন্তু কেকের প্যাকেট খোলার পর আরও বেশি চমকে গেলেন তরুণীর বন্ধুরা। কেকের উপর লেখা ছিল ‘অদ্ভুত’ বার্তা। তা পড়ে হেসে গড়াগড়ি খেলেন সকলে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘নক্ষত্র_৪৮৪৪’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, তরুণীর জন্মদিনে কেক নিয়ে হাজির তাঁর বন্ধুরা। অনলাইনে কেক অর্ডার দেওয়ার সময় ঠিকানা লেখার পাশাপাশি তাঁরা ‘ডেলিভারি ইনস্ট্রাকশন’-এ জানিয়ে দিয়েছিলেন যে, কেক ডেলিভারির সময় যেন নিরাপত্তারক্ষীর কাছে রেখে দেওয়া হয়। অ্যাপে সেই নির্দেশ দিয়ে তাঁরা লিখেছিলেন, ‘লিভ অ্যাট সিকিউরিটি’ (নিরাপত্তারক্ষীর কাছে রেখে দেবেন)।

সময়মতো নির্দিষ্ট ঠিকানায় কেক পৌঁছে যায়। বন্ধুদের উপহার পেয়ে চমকে যান তরুণী। তবে, কেকের প্যাকেট খুলতেই তার উপর লেখা ‘মেসেজ’ দেখে হেসে গড়িয়ে পড়েন সকলে। সাধারণত কেকের উপর জন্মদিনের শুভেচ্ছাবার্তা লেখা হয়। কিন্তু তরুণীর জন্মদিনের কেকে তার পরিবর্তে লেখা ছিল, ‘লিভ অ্যাট সিকিউরিটি’। তাতে ‘সিকিউরিটি’র ইংরেজি বানানও ভুল লেখা ছিল।

‘ডেলিভারি ইনস্ট্রাকশন’-এর লেখা ভুলবশত কেকের উপর লেখা হয়ে গিয়েছিল তা বুঝতে পারেন সকলে। তা দেখে হাসি আর থামতে চাইছিল না কারও। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে এক নেটাগরিক লিখেছেন, ‘‘কোনও ভাবে ভুল হয়ে গিয়েছে। তবে বিষয়টা এত মজারও নয়। কেক কাটা সত্যিই একটি বিশেষ মুহূর্ত। এমন অসাবধানতার জন্য সেই মুহূর্ত নষ্টও হতে পারে।’’

Advertisement
আরও পড়ুন