Viral Video

নির্মীয়মাণ সরকারি আবাসন পরিদর্শনের সময় বিপত্তি, সপার্ষদ বিধায়ককে নিয়ে ভেঙে পড়ল ছাদের একাংশ! ভাইরাল ভিডিয়ো

মঙ্গলবার বেলার দিকে ভেমুলাওয়াড়ায় সরকারি আবাসন প্রকল্পের অধীনে নির্মিত ভবনগুলি পরিদর্শনের জন্য গিয়েছিলেন স্থানীয় কংগ্রেস বিধায়ক আদি শ্রীনিবাস। সঙ্গে ছিলেন জেলাশাসক গরিমা আগরওয়াল এবং বেশ কয়েক জন সরকারি কর্তা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ১৫:০১
Video shows basement of under construction building collapse during Telangana MLA visit

ছবি: এক্স থেকে নেওয়া।

সরকারি কর্তা এবং সাঙ্গোপাঙ্গদের নিয়ে সরকারি আবাসনের কাজ দেখতে গিয়েছিলেন বিধায়ক। তাঁদের নিয়েই ভেঙে পড়ল নির্মীয়মাণ সেই বাড়ির ছাদের একাংশ। যদিও ছাদটি একেবারে ভেঙে নীচে না পড়ে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পান বিধায়ক-সহ অন্যেরা। মঙ্গলবার তেলঙ্গানার ভেমুলাওয়াড়ায় ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার বেলার দিকে ভেমুলাওয়াড়ায় সরকারি আবাসন প্রকল্পের অধীনে নির্মিত বাড়িগুলি পরিদর্শনের জন্য গিয়েছিলেন স্থানীয় কংগ্রেস বিধায়ক আদি শ্রীনিবাস। সঙ্গে ছিলেন জেলাশাসক গরিমা আগরওয়াল এবং বেশ কয়েক জন সরকারি কর্তা। বিধায়ক যখন ভেমুলাওয়াড়া পুরসভায় নির্মীয়মাণ একটি বাড়ি পরিদর্শন করছিলেন, তখন তাঁকে এবং বাকিদের নিয়েই ওই বাড়ির ছাদ ভেঙে পড়ে। ছাদটি ভেঙে বেশ কিছুটা নীচে নেমে যায়। সকলে ভয় পেয়ে যান। বিধায়ক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাচ্ছিলেন। কিন্তু বাকিরা তাঁকে ধরে ফেলেন। ছাদটি একেবারে ভেঙে না পড়ায় অল্পের জন্য রক্ষা পান তাঁরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই হইচই পড়েছে তেলঙ্গানা জুড়ে। একে অপরের দিকে আঙুল তুলেছেন ক্ষমতাসীন কংগ্রেস এবং বিরোধী দল ‘ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)’-র নেতারা। বিআরএস নেতাদের অভিযোগ, ঘটনাটি কংগ্রেস সরকারের দুর্নীতি স্পষ্ট ভাবে তুলে ধরেছে। অন্য দিকে কংগ্রেসের পাল্টা অভিযোগ, ওই বাড়িগুলি বিআরএস-এর শাসনকালে অনুমোদিত ঠিকাদাররাই তৈরি করেছেন। নিম্নমানের সরঞ্জাম দিয়ে তাড়াহুড়ো করে বাড়ি তৈরি করার কারণেই এই অবস্থা।

কংগ্রেস বিধায়কের পরিদর্শনের সময় নির্মীয়মাণ বাড়ির ছাদ ভেঙে পড়ার ভিডিয়োটি ‘আরাচাকা হাস্থম’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের একাংশ।

Advertisement
আরও পড়ুন