Viral Video

দুঃস্বপ্নের ট্রেনযাত্রা! শীতাতপনিয়ন্ত্রিত কামরার কাচ ভাঙলেন কুম্ভযাত্রীরা, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি এক্সপ্রেস ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত কামরার কাচ ভাঙছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা জনতা। এই নিয়ে কামরার যাত্রীদের মধ্যে হইচই পড়ে গিয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪০

ছবি: এক্স থেকে নেওয়া।

দুঃস্বপ্নে পরিণত হল ট্রেনযাত্রা। শীতাতপনিয়ন্ত্রিত একটি কামরার কাচ ভাঙল উন্মত্ত জনতা। বিহারের মধুবনী স্টেশনে স্বতন্ত্র সেনানী এক্সপ্রেসের এসি কোচে ঘটনাটি ঘটেছে বলে খবর। ইতিমধ্যেই সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ঘটনার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি এক্সপ্রেস ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত কামরার কাচ ভাঙছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা জনতা। এই নিয়ে কামরার যাত্রীদের মধ্যে হইচই পড়ে গিয়েছে। জনতার ধাক্কাধাক্কিতে এক সময় কাচের জানলা ভেঙে যাত্রীদের গায়ের উপর এসে পড়ে। যাত্রীদের একাংশ ভয় পেলেও অনেকে প্রতিবাদ জানান। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কয়েক জনের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়়েন তাঁরা। এক জন মহিলা যাত্রী রীতিমতো চিৎকার করে প্রতিবাদ জানান। এক যাত্রী ভয়ঙ্কর সেই ঘটনা ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

‘উমাশঙ্কর সিংহ’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে ভিডিয়োটি। পোস্টে দাবি করা হয়েছে, মধুবনী স্টেশনে স্বতন্ত্র সেনানী এক্সপ্রেসে ওই ভাঙচুর চালান কুম্ভযাত্রীদের একাংশ। পোস্টে লেখা, ‘‘মধুবনী স্টেশনে স্বতন্ত্র সেনানী এক্সপ্রেসের এসি কোচের কাচ ভেঙে ফেলে কুম্ভযাত্রীদের ভিড়।’’ প্রতিবেদন অনুযায়ী, ট্রেনের ভিতরে যাঁরা ছিলেন, তাঁদেরও অনেকেই মহাকুম্ভ যাচ্ছিলেন। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লক্ষাধিক বার ভিডিয়োটি দেখা হয়েছে। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভয়াবহ অভিজ্ঞতা! ২০২৫ সালে এসেও পরিবারের সঙ্গে সুরক্ষিত ভাবে ট্রেনে ভ্রমণ করা যায় না।’’

Advertisement
আরও পড়ুন