Viral Video

বিয়েতে ছবি তোলাচ্ছিলেন নবদম্পতি, সামনে চলে আসা শিশুকে ধাক্কা মেরে ফেলেই দিলেন পাত্র! ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ে উপলক্ষে একটি অনুষ্ঠানবাড়ি সাজানো হয়েছে। চারিদিকে আলো-আতশবাজির রোশনাই। আত্মীয়স্বজনের ভিড়। তার মধ্যেই চিত্রগ্রাহকদের ক্যামেরার সামনে পোজ় দিয়ে ছবি তোলাচ্ছেন এক নবদম্পতি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ১৬:৫৬
Video shows groom pushes child as she comes between photographs, Internet reacts

শিশুকে ধাক্কা পাত্রের। ছবি: এক্স থেকে নেওয়া।

বিয়ে থেকে শুরু করে ফুলশয্যা— সমাজমাধ্যমে প্রায়ই নবদম্পতির বিভিন্ন মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে আসে। তার মধ্যে কিছু ভিডিয়ো যেমন অদ্ভুত, তেমন অনেক ভিডিয়ো আবার মন ভাল করে দেয় নেটাগরিকদের। আবার কিছু ভিডিয়ো বিরক্তিরও জন্ম দেয়। ভাইরাল হয় সেই সব ভিডিয়ো। সে রকমই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কী ভাবে নববধূর সঙ্গে ছবি তোলার সময় এক জন শিশু সামনে চলে আসায় তাকে ঠেলে সরিয়ে দিচ্ছেন পাত্র। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ে উপলক্ষে একটি অনুষ্ঠানবাড়ি সাজানো হয়েছে। চারিদিকে আলো-আতশবাজির রোশনাই। আত্মীয়স্বজনের ভিড়। তার মধ্যেই চিত্রগ্রাহকদের ক্যামেরার সামনে পোজ় দিয়ে ছবি তোলাচ্ছেন এক নবদম্পতি। হঠাৎই একটি শিশু দৌড়ে দৌড়ে তাদের সামনে চলে আসে। কিন্তু ছোট্ট শিশুকন্যার মাথায় ধাক্কা দিয়ে তাকে সামনে থেকে সরিয়ে দেয় বর। মাটিতে গিয়ে পড়ে শিশুটি। এর পর সে দিকে এক বার তাকিয়ে আবার ছবি তোলায় মন দেয় পাত্র। নববধূর দিকে তাকিয়ে হাসতেও থাকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘বাক্সনাল’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে। তৈরি হয়েছে বিতর্ক। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘কী নির্দয় পাত্র! এ ভাবে একটি শিশুকে কেউ ধাক্কা মেরে ফেলে দিতে পারে?’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘খুব খারাপ। শিশুটির জন্য খারাপ লাগছে। নিজের মেয়ে হলে এ ভাবে ধাক্কা দিতে পারত?’’

Advertisement
আরও পড়ুন