Viral Video

কুমিরের ঘরে ঢুকে লেজ ধরে টানাটানি, ‘খতরোঁ কে খিলাড়ি’ হতে গিয়ে এ কী অবস্থা হল যুবকের! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি কুমির প্রতিপালনকেন্দ্রের ভিতরে ঢুকেছেন এক যুবক। সেখানে জলকাদার মধ্যে শুয়ে রয়েছে একাধিক কুমির। এর মধ্যে একটি বড় কুমিরের পিছনে গিয়ে বসেন যুবক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ১৭:০৪
Video shows man enters Crocodile den see what happens next

ছবি: ইনস্টাগ্রাম।

কুমিরের ডেরায় ঢুকে ভয়ঙ্কর প্রাণীর লেজ ধরে টানাটানি, কয়েক সেকেন্ডের মধ্যেই মোক্ষম জবাব পেলেন যুবক। তাঁর দিকে হাঁ করে তেড়ে গেল বিশাল কুমিরটি! তার পর... সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি কুমির প্রতিপালনকেন্দ্রের ভিতরে ঢুকেছেন এক যুবক। সেখানে জলকাদার মধ্যে শুয়ে রয়েছে একাধিক কুমির। এর মধ্যে একটি বড় কুমিরের পিছনে গিয়ে বসেন যুবক। এর পরেই ভয়ঙ্কর প্রাণীটির লেজ ধরে টানাটানি করতে শুরু করেন। তবে কিছু ক্ষণ পরেই কুমিরটি রেগে যায়। মুখ ঘুরিয়ে তেড়ে যায় যুবকের দিকে। তবে যুবক এক মুহূর্তও দেরি করেননি। সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে লাফ দিয়ে সরে যান তিনি। এর পর আবার এক লাফে কুমিরটির নাগালের বাইরে চলে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দ্য রিয়্যাল টারজান’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ৬০ লক্ষের বেশি বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার উদ্বেগ প্রকাশ করেছেন। ওই ভাবে জীবনের ঝুঁকি নেওয়ার জন্য যুবকের সমালোচনাও করেছেন কেউ কেউ। এক নেটাগরিক ভিডিয়ো দেখে লিখেছেন, ‘‘এটা সাহসিকতা নয়, বোকামি।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘আপনি বিপদ নিয়ে খেলছেন। একটি ভুল করলে আপনার জীবন পর্যন্ত যেতে পারত।’’

Advertisement
আরও পড়ুন