Viral Video

আবার বিহার! এ বার রানওয়ের ধারে বসে প্রস্রাব বৃদ্ধের, ক্যামেরাবন্দি করলেন বিমানচালক, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আদর্শ আনন্দ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন ৯ সেকেন্ডের সেই ভিডিয়ো। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৩
Video shows man urinating near runway in Bihar’s Darbhanga Airport, Pilot records it

ছবি: এক্স থেকে নেওয়া।

বিমান ছাড়তে আর কিছু ক্ষণ বাকি। তার আগে রানওয়ের ধারে বসে প্রস্রাব করতে দেখা গেল এক বৃদ্ধকে। বিস্মিত হয়ে সেই অদ্ভুত দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখলেন বিমানচালক। ঘটনাটি ঘটেছে বিহারের দ্বারভাঙা বিমানবন্দরে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভি়ডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সাদা ধুতি-পাঞ্জাবি পরা এক বৃদ্ধ বিমান থেকে মাত্র কয়েক মিটার দূরে রানওয়ের পাশে ঘাসে বসে প্রস্রাব করছেন। যাত্রীরা বিমানে ওঠার জন্য লাইন করে দাঁড়িয়ে। বিমানের ককপিটে থাকা চালকের চোখে বৃদ্ধের কীর্তি ধরা পড়তেই হেসে ওঠেন তিনি। দৃশ্যটি ক্যামেরাবন্দিও করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আদর্শ আনন্দ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন ৯ সেকেন্ডের সেই ভিডিয়ো। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। হইচই পড়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিস্ময় প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সাধারণ মানুষ বিমানে ভ্রমণ করতে পারছে সেটা খুব ভাল বিষয়। তবে মানুষের উচিত ন্যূনতম নিয়ম মেনে চলা।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘প্রস্রাব করার সঠিক পদ্ধতি।’’ কেউ কেউ আবার চালকের সমালোচনাতেই সরব হয়েছেন। লিখেছেন, ‘‘বৃদ্ধ মানুষ। ভুল হতেই পারে। কিন্তু বিমানচালক যা করেছেন তা শোভনীয় নয়। এ ভাবে কারও প্রস্রাব করার ভিডিয়ো ক্যামেরাবন্দি করে তা পোস্ট করা অনুচিত।’’

উল্লেখ্য, ভাইরাল ভিডিয়ো নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। কোন বিমানের ককপিট থেকে ভিডিয়ো ক্যামেরাবন্দি করা হয়েছিল এবং ওই বৃদ্ধ বিমানের যাত্রী ছিলেন কি না, তা-ও এখনও স্পষ্ট নয়।

Advertisement
আরও পড়ুন