Viral Video

বাইক চালাতে চালাতে হৃদ্‌রোগ! চলন্ত বাইক থেকে পড়ে গেলেন, আর উঠলেন না যুবক, ‘নিঃশব্দ মৃত্যু’র ভিডিয়ো ভাইরাল

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত যুবকের নাম ধর্মেন্দ্র কুমায়ু। ৩২ বছর বয়সি ধর্মেন্দ্র লোহা মান্ডির বাসিন্দা ছিলেন। স্থানীয় একটি ওষুধের দোকানে কাজ করতেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১০:৪১
Video shows medical store worker suffers heart attack and collapse during riding bike in Indore

—প্রতীকী ছবি।

বাইক চালিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিলেন। বাইক চালাতেই চালাতেই হৃদ্‌রোগে আক্রান্ত হলেন ওষুধের দোকানের কর্মী এক যুবক! পড়ে গেলেন চলন্ত বাইক থেকে। আর উঠলেন না। মৃত্যু এল নিঃশব্দে। শুক্রবার মধ্যপ্রদেশের ইনদওরের দাওয়া বাজার এলাকায় চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত যুবকের নাম ধর্মেন্দ্র কুমায়ু। ৩২ বছর বয়সি ধর্মেন্দ্র লোহা মান্ডির বাসিন্দা ছিলেন। স্থানীয় একটি ওষুধের দোকানে কাজ করতেন তিনি। জানা গিয়েছে, শুক্রবার বাইক চালিয়ে যাচ্ছিলেন ধর্মেন্দ্র। দাওয়া বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎই জ্ঞান হারান তিনি। চলন্ত বাইক থেকে পড়ে যান। তাঁকে দেখে ছুটে আসেন স্থানীয়েরা। ধর্মেন্দ্রের এক পরিচিতও সেখানে ছিলেন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ধর্মেন্দ্রকে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকেরা মনে করছেন, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে যুবকের। যদিও মৃত্যুর কারণ খতিয়ে দেখতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। জানা গিয়েছে, স্ত্রী এবং দুই সন্তানের সঙ্গে থাকতেন ধর্মেন্দ্র। বাবা-মা এবং ভাই অন্য জায়গায় থাকতেন।

ধর্মেন্দ্রের বাইক থেকে পড়ে যাওয়ার ভিডিয়োটি রাস্তার ধারের একটি সিসি ক্যামেরায় ধরা পড়ে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘পিপল্‌স আপডেট’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই যুবকের পরিণতির কথা ভেবে দুঃখও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘মর্মান্তিক। মাত্র ৩২ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন! কেন কমবয়সিদের মধ্যে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে?’’

Advertisement
আরও পড়ুন