Viral Video

লরির ধাক্কায় মৃত শাবক! শেষ দেখা দেখতে হাপুস নয়নে গাড়ি সরানোর চেষ্টা মা হাতির, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের অন্ধকারে রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে ঘাতক লরিটি। সেটির সামনের বেশ কিছুটা অংশ দুমড়ে গিয়েছে। লরিটিতে মাথা ঠেকিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে একটি হাতি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মে ২০২৫ ১৪:৩৩
Video shows mother elephant pushing vehicle that killed calf in Malaysia

ছবি: এক্স থেকে নেওয়া।

রাস্তা পার হওয়ার সময় লরির ধাক্কায় প্রাণ হারিয়েছে সন্তান। শরীর চাপা পড়ে রয়েছে ঘাতক গাড়ির নীচেই। হাপুস নয়নে বার বার ধাক্কা মেরে সেই গাড়িটি সরানোর চেষ্টা করল মা হাতি। মনখারাপ করা তেমনই এক ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার পেরাকের গেরিকের কাছে একটি জাতীয় সড়কে। যদিও ভাইরাল হওয়া ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের অন্ধকারে রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে ঘাতক গাড়িটি। সেটির সামনের বেশ কিছুটা অংশ দুমড়ে গিয়েছে। লরিটিতে মাথা ঠেকিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে একটি হাতি। মাথা দিয়ে ঠেলার চেষ্টা করছে গাড়িটিকে। এই সময় এক যুবক এসে হাতিটিকে সেখান থেকে সরানোর চেষ্টা করেন। কিন্তু হাতিটি সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সূর্যোদয় পর্যন্ত হাতিটি পিছু হটেনি। লরির কাছেই দাঁড়িয়ে ছিল সে। স্থানীয়েরা অনেক চেষ্টা করলেও সন্তানের দেহ ছেড়ে যেতে রাজি হয়নি সে। পরে প্রশাসনের তরফে শাবক হাতিটির দেহ উদ্ধার করা হয়।

আন্তর্জাতিক মাতৃদিবসে মর্মান্তিক সেই ঘটনার ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে ‘প্রোটেক্ট অল ওয়াইল্ডলাইফ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়ো দেখে শোকপ্রকাশ করেছেন নেটাগরিকেরা। অনেকে কান্নায় ভেঙে পড়েছেন। উদ্বেগও প্রকাশ করেছেন কেউ কেউ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘কোনও মাকে যেন এ ভাবে কষ্ট পেতে না হয়।’’

Advertisement
আরও পড়ুন