Viral Video

জন্মদিনে কেকের মধ্যে কন্যার মুখ গুঁজে দিলেন বাবা-মা, রেগে গিয়ে ভয়ঙ্কর প্রতিক্রিয়া খুদের! ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, এক শিশুকন্যার জন্মদিন পালন হচ্ছে। জন্মদিনের কেকের একদম সামনে দাঁড়িয়ে রয়েছে শিশুটি। তার ঠিক পিছনে দাঁড়িয়ে বাবা। মা বসে রয়েছেন পাশের একটি চেয়ারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ১৭:৪৯
Video shows parents put girl’s face on cake, her reaction created buzz in internet

ছবি: ইনস্টাগ্রাম।

জন্মদিন যে কোনও মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলির মধ্যে অন্যতম। কেক কেটে, আতশবাজি ফাটিয়ে এবং আনন্দ, আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করেন অনেকেই। অনেকের কাছে জন্মদিন আবার প্রিয়জনদের সঙ্গে একত্রিত হওয়ার দিন। বন্ধুদের কাছ থেকে উপহার পাওয়ার দিন। তবে এক খুদের জন্মদিনে তার বাবা-মা যা করেছে, তা জন্মদিন পালনের উপলক্ষ নিয়েই নেটাগরিকদের মনে প্রশ্ন তুলেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক শিশুকন্যার জন্মদিন পালন হচ্ছে। জন্মদিনের কেকের একদম সামনে দাঁড়িয়ে রয়েছে শিশুটি। তার ঠিক পিছনে দাঁড়িয়ে বাবা। মা বসে রয়েছেন পাশের একটি চেয়ারে। খুদে কেক কাটার জন্য মাথা ঝোঁকাতেই তার মাথা কেকের মধ্যে গুঁজে দেয় তার বাবা। হতবাক হয়ে যায় সে। রেগে গিয়ে নিজেই নিজের মাথা ঠুকতে থাকে কেকের মধ্যে। আক্রমণাত্মক হয়ে কেক ছুড়ে মারে অন্য এক খুদের দিকে। তার পর সেখান থেকে চলে যায় শিশুটি। অন্য দিকে, তার মা এবং বাবা হাসতে থাকে। সেই ভিডিয়োয় প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আকালাইজ়২০০১’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ১০ লক্ষের বেশি বার দেখা হয়েছে সেটি। ভিডিয়োটি দেখার পর লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যমে। নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও অনেকে বিরক্তি প্রকাশ করেছেন। সমালোচনা শুরু হয়েছে শিশুটির বাবা-মায়ের আচরণ নিয়ে। এক নেটাগরিক ভিডিয়ো দেখার পর লিখেছেন, ‘‘শিশুটির রাগ বৈধ। মজার জন্য সকলের সামনে তাকে অপমান করেছে বাবা-মা। এর থেকে শিশুমনে প্রভাব পড়ে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘নিন্দনীয়। বিরক্তিকর ঘটনা। এখনকার বাবা-মায়েরা সন্তানের কথা ভাবে না একেবারেই।’’

Advertisement
আরও পড়ুন